এ বারের দুর্গাপুজোয় অন্যতম চমক হতে চলেছে বেলেগাটা ৩৩ পল্লীবাসীবৃন্দের আয়োজন।
শুধুমাত্র বিষয় ভাবনা নয়, বরং সেই থিমের সঙ্গে প্রবাদপ্রতিম এক শিল্পীকে জুড়ে দিয়ে কার্যত অসাধ্য সাধন করেছেন পুজোর উদ্যোক্তারা।
বেলেঘাটার এই বারোয়ারি পুজোর বয়স ২৫ বছর। পুজোর থিম 'তিন তিন শর্ত তিন'।
এখানে 'তিন শর্ত' বলতে মানুষের বেঁচে থাকার প্রধান তিন উপাদান, অর্থাৎ, অন্ন, বস্ত্র ও বাসস্থানের কথা বলা হয়েছে।
অনবদ্য এই ভাবনা যাঁর মস্তিষ্কপ্রসূত, তিনি হলেন শিল্পী শিবশঙ্কর দাস।
শিল্পী জানিয়েছেন, এ বারের আয়োজনের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই কিংবদন্তী শিল্পী গণেশ হালুইয়ের দ্বারস্থ হন।
অনেক অনুরোধের পরে প্রবীণ চিত্রশিল্পী রাজি হন এ বারের এই আয়োজনে সামিল হতে। মূলত তাঁর ভাবনার উপরে ভিত্তি করেই রূপ পেয়েছে প্রতিমা!
বিশালাকার এই মণ্ডপ গড়ে তুলতে লোহার কাঠামো ব্যবহার করা হয়েছে।
সেই কাঠামোর উপরে ব্যবহার করা হয়েছে কাঠ-সহ অন্যান্য সামগ্রী। যার মধ্যে অন্যতম খাদ্যশস্য।
আশপাশের বাড়িগুলি এবং সংশ্লিষ্ট গলিপথকেও পুজোমণ্ডপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।