কলকাতার প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি পুজো- হাটখোলা গোঁসাইপাড়া সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
গত প্রায় ন'দশক ধরে তারা দশভূজার আবাহন করে আসছে।
২০২৫ সালে এসে তাদের পুজোর থিম - 'উৎসব' (অ্যান ইটারনাল জার্নি)।
এ বারের পুজোর এই ভাবনার নেপথ্যে রয়েছেন অঙ্কুশ চৌধুরী।
পুজোমণ্ডপে মাতৃমূর্তির রূপ ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছেন শিল্পী স্বপন পাল।
মণ্ডপের সাজসজ্জায় ব্যবহার করা হচ্ছে কাঠ, লোহা, প্লাস্টার অফ প্যারিস প্রভৃতি।
পুজোর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে রামায়ণের রাবণ বধের কাহিনির অন্তর্নিহিত বার্তা এখানে ব্যাখ্যা করা হয়েছে।
মণ্ডপের গায়ে সেই কাহিনি ফুটিয়ে তুলতে একের পর এক দেওয়াল চিত্র এঁকেছেন শিল্পীরা।
এ ছাড়াও আলোকসজ্জার উপরে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের আশা, তাঁদের এই আয়োজন দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।