Kolkata Theme Puja Pandal

পুজোর ভাবনার সঙ্গেই জড়িয়ে ‘মৃত্যু’! নাকতলা উদয়ন সঙ্ঘ সেজে উঠল ‘তর্পণ’-এর থিমে

তর্পণের ভাবনাকে মাথায় রেখেই ৩৯তম বর্ষে দুর্গামণ্ডপ সেজে উঠেছে নাকতলা উদয়ন সঙ্ঘে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ২১:১০
Share:
০১ ১০

আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষ– এই ১৫ দিনে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করার প্রথা বহু কাল আগে থেকেই প্রচলিত।

০২ ১০

বিশ্বাস করা হয়, এই সময়ে মৃত পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন। তাঁদের তুষ্ট করলে তাঁদের আত্মা শান্তি পায়।

Advertisement
০৩ ১০

এই ভাবনাকে মাথায় রেখেই ৩৯তম বর্ষে দুর্গামণ্ডপ সেজে উঠেছে নাকতলা উদয়ন সঙ্ঘে। শিল্পী রিন্টু দাসের ভাবনায় তাদের এই বছরের থিম ‘তর্পণ’।

০৪ ১০

মণ্ডপের অন্দরসজ্জায় এক বার চোখ বোলালেই নজরে পড়বে কোথাও পিতৃপক্ষ, দেবীপক্ষের প্রতিচ্ছবি, আবার কোথাও কোষাকুষি থেকে চুঁইয়ে পড়ছে জল।

০৫ ১০

মণ্ডপসজ্জার সঙ্গে জড়িত বিরাজন কর্মকার আনন্দবাজার ডট কমকে বলেন, “অজস্র কোষাকুষি থেকে জল পড়বে। একটি শঙ্খের মধ্য দিয়ে আলো ফেলা ফেলা হবে। আবার স্বর্গের ঘুরন্ত সিঁড়িও স্থাপন করা হয়েছে মণ্ডপে।”

০৬ ১০

বিরাজন আরও বলেন, “আমরা তো আত্মাকে দেখতে পাই না। এখানে ধোঁয়ার সাহায্যে তাকে বোঝানো হবে।” ৭। থাকবে অজস্র কাক এবং হাতে আঁকা রামায়ণ-মহাভারতের গল্প।

০৭ ১০

থাকবে অজস্র কাক এবং হাতে আঁকা রামায়ণ-মহাভারতের গল্প।

০৮ ১০

এখানেই শেষ নয়, বিরাজন কর্মকারের কথায়, “যেহেতু আমরা তর্পণ করি গঙ্গায়, মণ্ডপেও ঘাটের একটি কাঠামো তৈরি করা হয়েছে।”

০৯ ১০

তিনি আরও যোগ করেন, “শ্মশানযাত্রীদের গামছা থেকে শুরু করে মৃতদের নামাবলী, মৃত্যু সম্পর্কিত সব কিছুই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। আগে কারও বাবা-মা মারা গেলে, খড়ের শয্যায় শোওয়ার নিয়ম ছিল। তাই এখানে তেমন ব্যবস্থাও রয়েছে।”

১০ ১০

প্রায় ৮০০র-ও বেশি কোষাকুষি, অজস্র কাপড়, গামছা, ফাইবার, বাঁশ, লোহা সহযোগে সজ্জিত হয়েছে মণ্ডপ। প্রতিমা শিল্পী অমল পাল। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement