Kolkata Puja

নলিন সরকার স্ট্রিটের মণ্ডপ সজ্জায় নারীশক্তির 'রূপান্তর' ফুটিয়ে তুলছেন শিল্পী সনাতন দিন্দা

নারী আজ চৌকাঠ পেরিয়েছে, পাড়ি দিয়েছে মহাবিশ্বে!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
Share:
০১ ১০

উত্তর কলকাতা তথা সমগ্র মহানগরের প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম হল - নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো।

০২ ১০

এ বার এই পুজোর বয়স হচ্ছে ৯৩ বছর।

Advertisement
০৩ ১০

পুজোর থিম ভাবনা নিয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট পুজো কমিটির সম্পাদক সিদ্ধার্থ সান্যাল।

০৪ ১০

সিদ্ধার্থ জানান, এ বার তাঁদের পুজোর থিম - 'রূপান্তর'।

০৫ ১০

বর্তমান সমাজে তথা সমগ্র বিশ্বে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারীশক্তির যে 'রূপান্তর' ঘটেছে, স্ত্রী জাতির সেই অগ্রগতি ও ব্যাপ্তিকেই এই থিমের সাহায্যে ফুটিয়ে তোলা হচ্ছে।

০৬ ১০

এই পুজোর থিম এবং বিষয় ভাবনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রখ্যাত শিল্পী সনাতন দিন্দা।

০৭ ১০

এই পুজোর মণ্ডপ নির্মাণ করতে লোহার শক্তপোক্ত কাঠামো তৈরি করা হচ্ছে।

০৮ ১০

মণ্ডপ নির্মাণের অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে - প্লাস্টার অফ প্যারিস, ফোম, কাঠ, দড়ি প্রভৃতি।

০৯ ১০

নলিন সরকার স্ট্রিটের এই পুজো নিয়ে প্রতি বছরই দর্শনার্থীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

১০ ১০

উদ্যোক্তাদের আশা, তাঁদের এ বারের আয়োজন দর্শকদের ভাল লাগবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement