থিম পুজোর ঘরানায় কলকাতাবাসীকে চমকে দিতে প্রস্তুত সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব কমিটি কর্তৃপক্ষ।
তাদের পুজোর বয়স ৭৬ বছর।
এ বছর তাদের পুজোর থিম 'বিন্দু'।
এ কথা জানালেন পুজোর মণ্ডপ গড়ে তোলার দায়িত্বে থাকা শিল্পী অসীম পাল।
তাঁর ব্যাখ্যা, বিজ্ঞান হোক বা আধ্যাত্মিকতা - সব কিছুর কেন্দ্রেই রয়েছে একটি বিন্দু। এটাই তাঁদের থিমের মূল ভাবনা।
শিল্পী জানান, পুজো মণ্ডপে ঢোকার পর প্রত্যেক দর্শনার্থী ক্রমে এক বিন্দু থেকে অন্য বিন্দুর দিকে এগিয়ে যাবেন এবং সব শেষে মাতৃমূর্তি দর্শন করবেন।
এ বছর তাঁদের প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন শিল্পী সুরজিৎ পাল।
মণ্ডপ নির্মাণ করতে ব্যবহার করা হচ্ছে মূলত - লোহা, কাঠ ও ইট।
কলকাতার জনপ্রিয়তম পুজোগুলির মধ্যে অন্যতম হল এই পুজোকমিটির আয়োজন।
উদ্যোক্তাদের আশা, এ বারও তাঁদের প্রয়াস দর্শনার্থীদের মন ভরিয়ে দেবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)