কলকাতা আর দুর্গাপুজো এখন সমার্থক। নৈহাটি-বারাসত কালীপুজোর জন্য বিখ্যাত। তেমনই জগদ্ধাত্রী পুজো বললেই মনে পড়ে কৃষ্ণনগর-চন্দননগরের কথা। কাটোয়া জনপ্রিয় কার্তিক পুজোর জন্য। কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গের বুকেই এমন একটা জায়গা আছে, যেখানে ধুমধাম করে গণেশ পুজো পালিত হয়?
হাল আমলে কলকাতায় গণেশ পুজোর রমরমা ঘটলেও, বাংলার এই জায়গায় দীর্ঘদিন ধরেই মহা ধুমধামে গণপতির আরাধনা হয়ে আসছে। চোখে পড়ে থিম পুজোর রমরমাও। এখানকার মানুষ রাত জেগে ঠাকুর দেখেন দুর্গাপুজোর মতোই।
এ বারে একটু স্বাদ বদলাতে যাবেন নাকি পশ্চিমবঙ্গের সেই জায়গায়, যেখানে সাড়ম্বরে পালিত হয় গণেশ পুজো? কোথায়? কাঁকিনাড়ায়।
কাঁকিনাড়ায় এ বার কোথায় কোন পুজো হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলা যাক, কাঁকিনাড়া যুবক সঙ্ঘের কথা। এখানে এ বছর তিরুপতি বালাজির মন্দির হচ্ছে। গত বছর এই মণ্ডপ আদি যোগী থিমে চমকে দিয়েছিল সকলকে।
৬ নম্বর রেল স্টেশনের কাছে একতা সঙ্ঘের এ বারের থিম ময়ূরলোক। গোটা মণ্ডপ শালপাতা দিয়ে ময়ূর আকারে সেজে উঠেছে।
জাগৃতি সঙ্ঘে এ বার গণেশের সঙ্গে দেখা মিলবে দেবী দুর্গারও। কেন? কারণ, এখানে এই বছরের থিম হল রাজস্থানের দুর্গা মন্দির।
কাঁকিনাড়া ৬ নম্বর গলি গ্রাউন্ডের এ বারের থিম ধুলো ঠাকুর। মাটির হাঁড়ি এবং ঘণ্টা দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ।
বাংলায় বসেই বদ্রীনাথ দর্শন করতে চান? তা হলে কাঁকিনাড়ার ৯ নম্বর গলির ছাত্র সঙ্ঘে যেতে হবে। এ বার সেখানেই দেখতে পাবেন এই বিখ্যাত মন্দির।
তা হলে আর কী? এক দিন পরিকল্পনা করে বেরিয়ে পড়বেন নাকি বাংলায় বসে মুম্বইয়ের মতো গণেশ পুজোর স্বাদ নিতে?
কেবল কাঁকিনাড়া নয়, ইদানীং কলকাতার বুকেও একাধিক জায়গায় সাড়ম্বরে বাপ্পার আরাধনা হয়। থিম পুজোও বাদ পড়ে না। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)