Best 8 Durga Pujas 2025

থিম থেকে আবহ, দর্শকদের মন জয় করল কোন পুজোগুলি? রইল ‘সেরা সর্বজনীন’-এর সেরা আট দুর্গাপুজো

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮
Share:
০১ ১০

শুধুই কি থিমের বাহার? আজ্ঞে না, আনন্দবাজার ডট কমের ‘সেরা সর্বজনীন’ কিন্তু পরখ করে নিচ্ছে পুজোর আবহ থেকে অন্দরসজ্জা, আলোকসজ্জা, এমনকী প্রতিমা- সবটাই।

০২ ১০

টালা বারোয়ারি থেকে টালা প্রত্যয়, সেরা আটে জায়গা করে নিল কোন পুজোগুলি?

Advertisement
০৩ ১০

তালিকার প্রথমেই বেলেঘাটা ৩৩ পল্লীর নাম। ‘সেরা আবহ’র নিরিখে বিজয়ী তকমা ছিনিয়ে নিল এই পুজো।

০৪ ১০

পুজোর মুখে ভারী বৃষ্টির দাপটে কাশী বোস লেন দৃশ্য হতাশ করেছিল সকলকে। কিন্তু তাতে কী! ‘সেরা পুজো’র শিরোপা ঠিকই ছিনিয়ে নিল সে।

০৫ ১০

কাশী বোসের সঙ্গেই এই তালিকায় জায়গা করে নিয়েছে টালা বারোয়ারির পুজো।

০৬ ১০

একই ভাবে নজর কেড়েছে টালা প্রত্যয়ের পুজো।

০৭ ১০

অন্য দিকে জয় ছিনিয়ে নিয়েছে দম দম তরুণ দলের পুজো।

০৮ ১০

সেরা আলোকসজ্জায় ইতিমধ্যেই আলোচনায় কেন্দুয়া শান্তি সংঘ। ‘সেরা সর্বজনীন’-এর সেরা পুজোর তালিকাতেও তাঁদের আলোকসজ্জার মতোই জ্বলজ্বল করছে এই পুজোর নাম।

০৯ ১০

সেরা প্রতিমার জন্য পুরস্কার পেল বেহালা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন।

১০ ১০

সেরা পুজোর নিরিখে প্রথম আটে রয়েছে বেহালা ক্লাবের পুজোও। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement