পাড়ায় পাড়ায় থিমের লড়াই নয় কেবল, প্রতিমা থেকে আলোকসজ্জা, সহ সমস্ত কিছু। কলকাতার সমস্ত বারোয়ারি পুজোগুলির মধ্যে ‘সেরা সর্বজনীন’-এর সেরা বারোয় জায়গা পাকা করে নিল কারা?
প্রথমেই আছে বেলেঘাটা ৩৩ পল্লী।
তালিকায় আছে কাশি বোস লেন।
সেরা বারোয় নাম রয়েছে টালা বারোয়ারির।
টালা প্রত্যয়ও রয়েছে এই তালিকায়।
দমদম তরুণ দল নিজের জায়গা পাকা করেছে ‘সেরা সর্বজনীন’-এর সেরা ১২ এর তালিকায়।
দমদম পার্ক তরুণ সংঘও একই ভাবে নজর কেড়েছে।
পূর্বাচল শক্তি সংঘের নাম রয়েছে সেরা বারোয়।
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজোও নজর কেড়েছে এই বছর।
অজেয় সংহতির পুজোও রয়েছে তালিকায়।
বেহালা ইয়ং মেন্সের মণ্ডপ থেকে প্রতিমা সবই তাক লাগিয়েছে।
সেরা আলোকসজ্জায় ইতিমধ্যেই আলোচনায় কেন্দুয়া শান্তি সংঘ। ‘সেরা সর্বজনীন’-এর সেরা পুজোর তালিকাতেও তাঁদের আলোকসজ্জার মতোই জ্বলজ্বল করছে এই পুজোর নাম।
সেরা বারোর অন্যতম হল বেহালা ক্লাবের পুজো। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)