Durga puja gifts

পুজোর মুখেই ‘পাশে আছি’র বার্তা হুগলির সমাজসেবী সংগঠনের

পুজোর আনন্দ যাতে কারও কম বা মাটি না হয়, তাই এগিয়ে এল হুগলির এই সমাজসেবী সংস্থা ‘পাশে আছি’।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০০
Share:
০১ ১০

পুজো মানেই উপহারের ঝুলি। কিন্তু সমাজের সকল মানুষের তো সামর্থ হয় না এই সময় নতুন জামা কেনার, বা উপহার দেওয়ার।

০২ ১০

পুজোর আনন্দ যাতে কারও কম বা মাটি না হয়, তাই এগিয়ে এল হুগলির এই সমাজসেবী সংস্থা ‘পাশে আছি’।

Advertisement
০৩ ১০

পুজোর ঠিক মুখেই হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত চেরাগ্রামের দুঃস্থ, অসহায় মানুষদের উপহার তুলে দিল এই সমাজসেবী সংস্থা।

০৪ ১০

পুজোর নতুন পোশাক তাঁদের উপহার হিসেবে দেওয়া হয়েছে।

০৫ ১০

শিশু থেকে বয়স্ক, নানা বয়সের মানুষদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়েছে।

০৬ ১০

এই সংগঠনের কর্ণধার তথা ইন্টারন্যাশনাল হিউম্যান ক্রাইম অ্যান্ড সোশ্যাল জাস্টিস-এর রাজ্য যুব-সভাপতি সাহিল মল্লিক জানিয়েছেন তাঁরা প্রতি বছরের মতো এই বছরও দুঃস্থ, অসহায় মানুষদের হাতে পুজোর পোশাক তুলে দিয়েছেন।

০৭ ১০

তাঁর কথায়, “যাতে পুজোর সময় কাউকে পুরনো পোশাক পরে ঠাকুর না দেখতে হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়।”

০৮ ১০

তবে কেবল পুজোর সময় নতুন পোশাক নয়, এই সমাজসেবী সংগঠন সারা বছর ধরেই নানা ভাবে মানুষের পাশে থাকে।

০৯ ১০

শীতকালে বস্ত্র বিতরণ থেকে ইদ এবং পুজোর উপহার দেওয়া, প্রয়োজনে রক্তের ব্যবস্থা করা, শিক্ষা সংক্রান্ত যে কোনও সহায়তা করে থাকে এই সংগঠন।

১০ ১০

বলাই বাহুল্য, পুজোর আগে নতুন জামা পেয়ে খুশি হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত চেরাগ্রামের সমস্ত মানুষ। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement