চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলোকসজ্জা এবং চোখ জুড়োনো থিমের বাহার।
তবে এই বৈচিত্রকে অব্যাহত রেখেই বিগত কয়েক বছরে জগদ্ধাত্রীর শোলার সাজসজ্জাতেও এসেছে নানা চমক এবং একই সঙ্গে থিমের ছোঁয়া।
জগদ্ধাত্রী পুজো আর কয়েক দিনের অপেক্ষা। এরই মধ্যে অক্লান্ত পরিশ্রমে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত শিল্পীরা।
এই যেমন খলিসানী সর্বজনীনের পুজো।
প্রতি বছরের মতো এ বারও কৌতূহলের কেন্দ্রে থাকা পুজোগুলির অন্যতম এটি।
ইতিমধ্যেই হয়ে গিয়েছে দেবীর চক্ষুদানের পর্ব।
এ বার শোলার গয়নায় সেজে উঠছে সুবিশাল প্রতিমা।
৭৭তম বর্ষে দেবী-সাজে ফুটে উঠছে ‘আমাদের পৃথিবী’।
শিল্পী আকাশ পালের নিপুণ হাতের কাজে সবটাই যেন জীবন্ত।
ইতিমধ্যেই দর্শক মুখিয়ে দেবী দর্শনের আশায়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)