পুজো তো প্রায় শেষ। প্রতিমা নিরঞ্জন-ও প্রায় শুরু। বিগত কয়েক দিনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা শহরে এসেছেন ঠাকুর দেখতে। সব সবটা চষে বেড়ানো কি আর মুখের কথা।\
কার্নিভালের দৌলতে আর বাদ পড়বে না কোনও প্রতিমা দর্শন।
প্রতি বছরই রেড রোডে আয়োজন করা হয় প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান।
যেখানে উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
এই বছরও এর অন্যথা নেই। এখন প্রশ্ন হল কবে এই বিশেষ দিন?
আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে এটি।
এখন প্রশ্ন হল, এই বিশেষ দিনে বাধ সাধবে না তো ভারী বৃষ্টি?
আবহাওয়ার হাল হকিকত বলছে, পুজোর শেষে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ও গভীর নিম্নচাপের জেরে দশমীর মতো একাদশীতেও ভাসবে দক্ষিণবঙ্গ।
রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দ্বাদশীতেও একই চিত্র। তবে তার পর আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকলেও কার্নিভালের দিন হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।