১। বাংলা চিত্রকাহিনি বা কমিকসের দুনিয়ায় তাঁর স্বচ্ছন্দ বিচরণ। কয়েক প্রজন্মের বাঙালিদের কিশোরবেলার সঙ্গী যিনি, তাঁকেই স্মরণ করে সেজে উঠছে কুমোরটুলি সর্বজনীন কমিটির দুর্গাপুজো।
২। তিনি শিল্পী নারায়ণ দেবনাথ। চলতি বছর জন্মশতবার্ষিকীতে পা দিলেন তিনি।
৩। তিনি চলে গেলেও রেখে গিয়েছেন তাঁর অমোঘ সৃষ্টি হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে ও বাঁটুলদের। তাঁদের সঙ্গে দেখা করতে হলে ঢুঁ দিতেই হবে কুমোরটুলির এই পুজোয়।
৪। থিমের নাম ‘নারায়ণী নমস্তুতে’।
৫। মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন কোথাও উঁকি দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নন্টে-ফন্টে। আবার কোথাও হাত নেড়ে স্বাগত জানাচ্ছে বাঁটুল দি গ্রেট।
৬। এ যেন এক কার্টুনের দুনিয়া।
৭। লোহার উপর চাপানো হয়েছে রঙের আস্তরণ।
৮। শিল্পী দেবজ্যোতি জানা এবং প্রতিমা শিল্পী দীপঙ্কর পালের যুগলবন্দিতে প্রাণ পেয়েছে এই পুজো মণ্ডপ।
৯। এই পুজো ৯৫তম বর্ষের এগজ়িকিউটিভ কমিটি মেম্বার দেবাশিস ভট্টাচার্য আনন্দবাজার ডট কমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “নারায়ণ দেবনাথের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে আমাদের এই ভাবনা।”
১০। দেবাশিস ভট্টাচার্য বলেন, “নারায়ণ দেবনাথকে উৎসর্গ করেই আমরা তাঁর সৃষ্টিগুলিকে তুলে ধরেছি আমাদের প্যান্ডেলে।” ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )