Kolkata Theme Durga Puja

১৮তম বর্ষে লেক এভিনিউ সেবক সংঘের দুর্গোৎসবের থিম 'সাবেকিয়ানা'

গত ৩ অগস্ট রীতিমতো জাঁকজমক করে খুঁটিপুজো করা হয়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৮
Share:

সংগৃহীত চিত্র।

বয়স মাত্র ১৮ হলেও শহর কলকাতার নজরকাড়া বারোয়ারি দুর্গাপুজোগুলির মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে লেক এভিনিউ সেবক সংঘ।

Advertisement

পুজোর উদ্যোক্তাদের তরফে জানা গেল, ১৮তম বর্ষে তাঁদের এই আয়োজনের থিম - 'সাবেকিয়ানা'। অর্থাৎ - এ বার তাঁদের পুজো মণ্ডপে গেলেই মিলবে ষোলোয়ানা বাঙালিয়ানার আবেশ। এ হেন থিম ভাবনার নেপথ্যে যিনি রয়েছেন, তিনি হলেন শিল্পী সরজিত পোদ্দার।

থিম ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এ বছরের প্রতিমা নির্মাণ করা হয়েছে। সেই কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন শিল্পী দীপেন মণ্ডল। এ ছাড়াও পুজো মণ্ডপ সাজিয়ে তোলার ক্ষেত্রে আলোকসজ্জার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজিৎ মণ্ডলের নির্দেশনায় মণ্ডপে আলোর কারুকাজ সম্পন্ন করা হয়েছে।

Advertisement

গত ৩ অগস্ট এই বারোয়ারি আয়োজনের খুঁটিপুজো সারা হয়। সেই উপলক্ষে রীতিমতো জাঁকজমকপূর্ণ এক বন্দোবস্ত করা হয়েছিল। হাজির ছিলেন পুজোর উদ্যোক্তা-সহ আমন্ত্রিতরা।

এ বছর এখানে আনুষ্ঠানিকভাবে দশভুজার আরাধনা ও দুর্গোৎসবের সূচনা হবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। তারপর মনোগ্রাহী এক সাংস্ক্তিক অনুষ্ঠানও পালিত হবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement