Nopara Welfare Puja Committee

সময়ের মায়াজালকে ধরেছে এই কালীপুজো! কী ভাবে?

ন'পাড়ার ওয়েলফেয়ার কমিটি। এই বারের তাদের থিমের নাম ছিল ‘সময়ের মায়াজাল’। এ বছর পুজো ৩৩ তম বর্ষে পা দিয়েছে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ ১৩:৫৭
Share:

ন'পাড়া ওয়েলফেয়ার কমিটি শ্রী শ্রী শ্যামা পূজা প্যান্ডেলের কালীপুজোর সুখ্যাতি বেড়েই চলেছে প্রতি বছর। চলতি বছর তাঁরা থিমের পুজোতেই ছিলেন। এই বারের থিমের নাম ছিল ‘সময়ের মায়াজাল’।

Advertisement

এই বছর এঁদের পুজো ৩৩ তম বর্ষে পা দিয়েছে। থিমের ভাবনায় ছিল, যে ভাবে বিভিন্ন দুঃসময়ের মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে চলতে হচ্ছে প্রাত্যহিক জীবনে, তা তৈরি করছে বিভিন্ন রকম জটিলতার।

সময়ের সঙ্গে হারিয়ে গিয়েছে সরল জীবনের পথ। বরং জট পাকানো বাস্তবতাই উঠে এসেছে সবার সামনে। এ পৃথিবীর বুকে সেই সমস্যাগুলিকে কাটিয়ে ওঠার পথ দেখিয়েছে ন'পাড়া ওয়েলফেয়ার কমিটি শ্রী শ্রী শ্যামা পূজা তাঁদের এই থিমটির মাধ্যমে। উপস্থাপনাতেও রয়েছে অন্য ধারার চমক।

Advertisement

চলতি বছরের প্রতিমা গড়েছেন শম্ভু পাল। আর প্যান্ডেলের জন্য থিম শিল্পী হিসেবে রয়েছেন অতনু রায়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement