Behala Mitra Sangha

হঠাৎ কীসের 'মানত' এই মণ্ডপে?

বেহালার মিত্র সঙ্ঘের পুজো দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলির মধ্যে একটি। এই বছরেও তাঁদের পুজোয় কোনও খামতি নেই। চলতি বছর ৭৫ তম বর্ষে পা দিল এই পুজো।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:৩১
Share:

বেহালার মিত্র সঙ্ঘের পুজো দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলির মধ্যে একটি।

Advertisement

এই বছরেও তাঁদের পুজোয় কোনও খামতি নেই। চলতি বছর ৭৫ তম বর্ষে পা দিল এই পুজো।

তাকে ঘিরে স্বভাবতই বিশেষ উন্মাদনা রয়েছে উদ্যোক্তা ও দর্শনার্থীদের মধ্যে।

Advertisement

এই বছরের থিমের নাম, ‘মানত’।

থিম শিল্পী হিসেবে রয়েছেন তাপসী সাহা। অন্য মাত্রার মণ্ডপসজ্জার ক্ষেত্রে বিশেষ নাম কিনেছে এই পুজো। তাঁরা তুলে ধরেছেন যে, মধ্য ভারতের বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসীদের।

এই মানুষগুলির সমাজ আজও মাতৃতান্ত্রিক। সমাজের মহিলারা সেখানে দেবীরূপে পূজিতা। সেই আঙ্গিককে মাথায় রেখেই সাজিয়ে তোলা হয়ছে এই বছরের মণ্ডপ।

প্রতিমার সামনেই দেখা যাচ্ছে এক কিশোরী কন্যাকে, প্রতিমা শিল্পী হিসেবে রয়েছেন উৎপল ঘোষ। অবহ সঙ্গীতেও বয়ে এসেছে এই সম্প্রদায়ের ছোঁয়া।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন