অ্যাকশন দৃশ্যে স্বস্তিকা দত্ত। ছবি: ফেসবুক।
নায়িকা অ্যাকশন দৃশ্যে। বাংলা ছবিতে এই দৃশ্য জলভাত। কিন্তু ধারাবাহিকে? ইদানীং কালের কয়েকটি ধারাবাহিক বলছে, এখানেও এখন নায়িকারা এই ধরনের দৃশ্যে অভিনয় করছেন। সৌজন্যে প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তী।
তাঁর একের পর এক ধারাবাহিকে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। ‘গীতা এলএলবি’, ‘জগদ্ধাত্রী’, ‘পরশুরাম আজকের নায়ক’। এ বার সেই তালিকায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ও। স্নেহাশিসের হাত ধরে অভিনয়জীবনে প্রথম অ্যাকশন দৃশ্যে অভিনয় করলেন স্বস্তিকা দত্ত।
প্রসঙ্গ তুলতেই স্নেহাশিস আনন্দবাজার ডট কম-কে বললেন, “গত পরশু রাতে শুটিং করলাম আমরা। বিদ্যা বিয়েবাড়িতে যাচ্ছেন। পথে দুষ্কৃতী হামলা। অসহায় ভাবে মুখ বুজে সহ্য না করে সে হাতের কাছে যা পেয়েছে তা-ই দিয়ে মেরেছে গুন্ডাদের।” এই দৃশ্য আগামী পর্বে দেখানো হবে। ধারাবাহিকের ট্রেলারেই দেখা গিয়েছিল, সপাটে চড় মারছেন প্রফেসর। পরে আনন্দবাজার ডট কম-কে ‘বিদ্যা’ ওরফে স্বস্তিকা বলেছিলেন, “মারপিট করতেই পারি না। চড় মেরে তাই কেঁদে ফেলেছিলাম। বার বার হাত বুলিয়েছি অভিনেতার গালে।”
এ বার একসঙ্গে এত জনকে মারলেন কী করে? “ফাইট সিকোয়েন্সে অভিনয় করব শুনে আমিই উত্তেজিত হয়ে গিয়েছিলাম। এই প্রথম অ্যাকশন দৃশ্যে অভিনয় করলাম। সবটাই স্নেহাশিসদার জন্য সম্ভব হল।” সেটে ফাইট মাস্টার কৃষ্ণেন্দু ঘোষ ছিলেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই নাকি উতরে গিয়েছেন নায়িকা। এমনই দাবি ছোটপর্দার ‘বিদ্যা’র। অ্যাকশন করে উপভোগও করেছেন তিনি।
এত দিন নায়িকাদের চোখের জলে মন ভিজত ছোটপর্দার দর্শকের। এই প্রজন্মকে পর্দার সামনে বসিয়ে রাখতেই কি অ্যাকশন দৃশ্যে তাঁরা?
জবাবে স্নেহাশিসের মত, “নায়িকারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানালে দর্শক বরাবর খুশি। আমাকেও সময়ের সঙ্গে এগিয়ে চলতে হয়। এ বার তাঁদের অ্যাকশন করতে দেখে দর্শক খুশি। খেয়াল করে দেখুন, কেউ কিন্তু অকারণে কাউকে আঘাত করছে না।” পর্দায় যেমন দুষ্কৃতীদমন করেছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক বা ‘তটিনী’ তৃণা সাহা। তাঁদের প্রযোজক-পরিচালক তাই শুরু থেকেই দেখিয়েছেন তাঁরা প্রশাসনের সঙ্গে যুক্ত। ফলে, খুব স্বাভাবিক ভাবেই তাঁরা অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন।
ছোটপর্দায় অ্যাকশন দৃশ্য কী ভাবে দেখানো হয়? আলাদা ডায়েট বা শরীরচর্চা অভ্যাস করেন নায়িকারা?
প্রযোজক-পরিচালকের কথায়, “সেটে ফাইট মাস্টার আর সিকোয়েন্স মাস্টার তাঁদের সহকারীকে নিয়ে থাকেন। মোট চার জনের পরামর্শ মেনে নায়িকারা অভিনয় করেন। যাতে তাঁদের কোনও সমস্যা না হয়, তাই এই ব্যবস্থা। ফলে, তাঁদের আলাদা করে কোনও ডায়েট বা শরীরচর্চা করতে হয় না।”