Bengali Television Rating Chart

খুঁটিয়ে বিয়ের অনুষ্ঠান দেখানোই সার! প্রথম পাঁচে নেই আর্য-অপর্ণা, ‘রাফ অ্যান্ড টাফ’-এ ভরসা?

শুক্রবার প্রকাশ্যে ধারাবাহিকের সাপ্তাহিক ফলাফল। সান্টাক্লজ় বড়দিনে কার ভাগ্যে নম্বরের ঝুলি উপুড় করল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৬:০৭
Share:

কার ভাগ্যে শিঁকে ছিঁড়ল? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কে বলেছে সান্টাক্লজ় শুধুই ছোটদের? শুক্রবার প্রকাশ্যে বাংলা ধারাবাহিকের সাপ্তাহিক রেজাল্ট। তাতেই স্পষ্ট, সান্টা ছোটপর্দার অভিনেতাদেরও ‘নম্বর’ উপহার দিয়েছেন। যা দেখে টেলিপাড়ায় গুঞ্জন, ধারাবাহিকের দর্শকদেরও বুঝি ‘রাফ অ্যান্ড টাফ’-এই ভরসা।

Advertisement

কেন এ রকম গুঞ্জন? রেটিং চার্ট বলছে, প্রথম স্থানে দুটো ধারাবাহিকের সহাবস্থান। ‘পরশুরাম’ আর ‘পরিণীতা’। দুটো ধারাবাহিক ৭.১ পেয়েছে। দুটোতেই দুরন্ত অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে। যেমন, ‘পরশুরাম’ ধারাবাহিকে নায়ক ইন্দ্রজিৎ বসুর পাশাপাশি নায়িকা তৃণা সাহাও সমানতালে অ্যাকশনে যোগ দিয়েছেন। অ্যাকশন জোরদার করতে প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী অ্যাসিট্যান্ট পুলিশ কমিশনার অলোক সান্যালকেও নিয়মিত দেখাচ্ছেন। এর থেকেই ইন্ডাস্ট্রির এই ধারণা।

দ্বিতীয় স্থানে ‘রাঙামতি’। তার দখলে ৭.০ পয়েন্ট। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও চৈতন্যদেব পটভূমিকায়। ‘তারে ধরি ধরি মনে করি’তে চৈতন্যদেবের সঙ্গে আধুনিক যুগকে মিলিয়ে দেওয়া হচ্ছে। দর্শকদের ভোটে এই ধারাবাহিক ৬.৮ পেয়ে তৃতীয় স্থানে। প্রথম স্থানের মতোই চতুর্থ স্থানের দাবিদার দু’টি ধারাবাহিক। ৬.৭ নম্বর পেয়ে চতুর্থ ‘বিদ্যা ব্যানার্জি’, ‘ও মোর দরদিয়া’। লম্বা বিরতির পরে ছোটপর্দায় ফিরেছেন রণিতা দাশ। পঞ্চম স্থানে ‘লক্ষ্মী ঝাঁপি’। তার দখলে ৬.০ পয়েন্ট।

Advertisement

দর্শকের চাহিদা মেটাতে বিয়ের প্রতিটি অনুষ্ঠান দেখানো হচ্ছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ। তার পরেও প্রথম পাঁচে নেই ধারাবাহিকটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement