Mudiali Club Durga puja

এত ধূপ, এত ধূপদানি কেন?

কালীঘাটের মুদিয়ালি ক্লাব। তাঁদের থিম ‘সমাহারে সমারোহ’।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৫:৪২
Share:

কালীঘাটের মুদিয়ালি ক্লাব। প্রতি বছর দুর্গোৎসবে উৎসবে নিজেদের অভিনব পুজো দিয়ে সকলকে চমকে দেন তাঁরা।

Advertisement

এই বছর ৮৯ তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যশালী ক্লাবের দুর্গাপুজো। এই বছর নিজেদের থিমের নাম তারা দিয়েছেন ‘সমাহারে সমারোহ’।

পুজো মণ্ডপে তৈরি করতে ব্যবহার করা হয়েছে বালতি, ধূপদানি, ১০৮টি প্রদীপদানি, ধুনুচি, প্রদীপ সহ আরও অনেক সামগ্রী।

Advertisement

থিমের পুজো করা হলেও প্রতিমার ক্ষেত্রে অনেকটা সাবধানী এই ক্লাব। এখানকার প্রতিমাতে রয়েছে সাবেকিয়ানা। দেবী দুর্গাকে তাঁরা সাজিয়েছেন গরদের শাড়িতে।‌ মায়ের সাজ সোনালি।

পুজোমণ্ডপের আলোকসজ্জা নজর কেড়েছে সকলের।‌ দেবী প্রতিমার সামনে তৈরি করা বিভিন্ন মূর্তিগুলোর কথা আলাদা করে বলতেই হবে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন