North Kolkata Puja Pandals

উত্তর কলকাতায় ঠাকুর দেখতে গেলে কোন কোন পুজো মিস করা যাবে না? এখন থেকেই জেনে নিন

পুজোয় ঠাকুর দেখতে বেরনোর পরিকল্পনা আছে? উত্তর কলকাতার কোন কোন ঠাকুর মিস করা যাবে না?

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৭:১১
Share:

প্রতীকী চিত্র

দুর্গাপুজোয় কলকাতা এক অন্য রূপ নেয়। আলোর রোশনাই আর প্যান্ডেল হপিংয়ের উন্মাদনায় মেতে ওঠে শহর। বিশেষ করে উত্তর কলকাতার বনেদি এবং সাবেকি পুজো দেখতে প্রতি বছর ভিড় জমান হাজার হাজার মানুষ। যাঁরা উত্তর কলকাতার পুজো দেখতে বেরবেন বলে ভাবছেন, তাঁদের জন্য রইল কিছু বিখ্যাত পুজোর তালিকা। এই পুজো মণ্ডপগুলো শুধু চোখ জুড়িয়ে দেয় না, বরং কলকাতার ঐতিহ্য এবং শিল্পকলার এক দারুণ মেলবন্ধন তুলে ধরবে তাঁদের কাছে।

Advertisement

১. কুমোরটুলি পার্ক

কুমোরটুলি শুধু প্রতিমা গড়ার জায়গা নয়, এখানকার পুজোও খুব জনপ্রিয়। এখানকার পুজোয় থাকে শিল্পীর ছোঁয়া এবং অভিনব থিমের ভাবনা। কুমোরটুলির শিল্পীরা তাঁদের দক্ষতা দিয়ে এমন কিছু থিম তৈরি করেন, যা দর্শনার্থীদের মুগ্ধ করে।

Advertisement

২. বাগবাজার সার্বজনীন

কলকাতার প্রাচীনতম এবং ঐতিহ্যপূর্ণ পুজোগুলির মধ্যে এটি অন্যতম। গঙ্গার ধারের এই পুজোয় সাবেকিয়ানা এবং আভিজাত্যের ছোঁয়া পাওয়া যায়। এখানকার প্রতিমা এবং প্যান্ডেলের ডিজাইন খুবই ক্লাসিক। এখানে সন্ধ্যারতির সময় এক অন্যরকম অনুভূতি হয়।

৩. আহিরীটোলা সার্বজনীন

আহিরীটোলা পুজোর মূল আকর্ষণ হলো তার বিশাল প্যান্ডেল এবং আকর্ষণীয় লাইটিং। এই পুজোয় প্রত্যেক বছর নতুন নতুন থিমের চমক দেখা যায়। উত্তর কলকাতার পুজো মণ্ডপের ভিড়ে এই প্যান্ডেলটি সহজেই নজর কাড়ে।

৪. হাতিবাগান সার্বজনীন

হাতিবাগান পুজো তাদের নানা ধরনের থিম এবং আকর্ষণীয় প্রতিমার জন্য পরিচিত। এই পুজোর প্যান্ডেলগুলো এতটাই আকর্ষণীয় হয় যে এটি দেখতে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। এখানকার পুজোর অন্যতম আকর্ষণ হল প্যান্ডেলের ভিতরে এবং বাইরের শৈল্পিক কাজ।

৫. শোভাবাজার রাজবাড়ি

শোভাবাজার রাজবাড়ির পুজো কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো। প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো এই পুজোয় এখনও ঐতিহ্যবাহী রীতি মেনে প্রতিমা তৈরি ও পুজো করা হয়। এখানে দুর্গাপুজোর এক সাবেকি মেজাজ উপভোগ করা যায়। রাজবাড়ির ভিতরে এই পুজোটি দেখে পুরনো কলকাতার আমেজ পুরোমাত্রায় নেওয়া যায়।

৬. কাশী বোস লেন

কাশী বোস লেনের পুজো প্রতি বছরই নতুন কিছু চমক নিয়ে আসে। তাদের থিমের ভাবনা এবং প্যান্ডেলের সাজসজ্জা খুবই আকর্ষণীয় হয়। এই পুজোটি তাদের সৃজনশীলতার জন্য পরিচিত এবং এটি উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো।

উত্তর কলকাতার এই পুজো মণ্ডপগুলো ঘুরে দেখলে বোঝা যায়, কেন কলকাতার দুর্গাপুজো শুধু একটি উৎসব নয়, বরং একটি আবেগ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement