জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ এলে নিজে থেকেই উঠে আসে চন্দননগর বা কৃষ্ণনগরের নাম।
অবশ্য এটাও ঠিক, এই দুই শহরের বাইরে জগদ্ধাত্রী পুজোর জৌলুস সত্যিই কম।
তবে জানেন কি, খাস কলকাতার বুকেই রয়েছে একটি জগদ্ধাত্রী মন্দির? শুধু তা-ই নয়, প্রার্থনা নিয়ে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন অগণিত ভক্ত।
জায়গাটি হল কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে সন্তোষ মিত্র স্কোয়্যার তথা লেবুতলা অঞ্চল।
সেখানেই সার্পেন্টাইন লেনে রয়েছে জগদ্ধাত্রীর শতাব্দীপ্রাচীন এই মন্দির।
শোনা যায়, স্থানীয় বাসিন্দাদের কাছে এই মন্দির পরিচিত ঠাকুরবাড়ি হিসেবেই।
তিন খিলানের উঁচু বেদি। তার উপরে মন্দির। ছাদ পুরোপুরি সমতল।
সামনে ভক্তদের বসার জন্য অলিন্দ এবং উঠোন।
এই উঠোন ঘিরেও আবার মাথা তুলে রয়েছে ঘর।
আনুমানিক ১৮৮৮ সালে পূর্ণিমা তিথিতে কেদারনাথ দাস প্রতিষ্ঠা করেন এই মন্দির।
পশ্চিমমুখী এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে অষ্টধাতুর জগদ্ধাত্রী প্রতিমা। দেবী সিংহের উপর উপবিষ্টা।
এই মন্দিরেই দেবী জগদ্ধাত্রীর নিত্যপুজো হয়। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।