Birati Nilachal Bhai Bhai Sangha Kali Puja 2025

‘ভূতের বাবার বিয়ে’! বিরাটির নীলাচলে ভূতুড়ে ধামাকা কালীপুজোয়

নৈহাটির 'বড়মা'-এর আদলে দেবী, গা ছমছম পরিবেশে ভুতুড়ে মেলা, কালীপুজোয় বিরাটি স্টেশন সংলগ্ন এলাকার এই উৎসব ৩২ বছরে তাক লাগাল।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:২১
Share:
০১ ১২

পুজো মানেই তো হুল্লোড়, আর কালীপুজোয় সেই হুল্লোড়ের সঙ্গে মিশে যায় এক গা ছমছম উত্তেজনা।

০২ ১২

এ বার সেই রোমাঞ্চকেই থিম বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগণার বিরাটি নীলাচল ভাই ভাই সংঘ।

Advertisement
০৩ ১২

৩২তম বর্ষে তাঁদের থিম - ‘ভূতের বাপের বিয়ে’। নাম শুনেই তো হাসি আর কৌতূহল দু’টোই জাগে, কিন্তু মণ্ডপে পা রাখতেই সেই কৌতূহল পরিণত হবে এক মজার ভৌতিক অভিজ্ঞতায়।

০৪ ১২

বিরাটি স্টেশনের কাছেই এই পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে।

০৫ ১২

চারিদিকে আলো ঝলমলে উৎসবের মাঝেও ভাই ভাই সংঘের মণ্ডপের পরিবেশটা একেবারে অন্যরকম।

০৬ ১২

ঢুকতে গেলেই দেখা মিলবে এক ভূতের। সে-ই নাকি সাদর অভ্যর্থনা জানাচ্ছে সকলকে!

০৭ ১২

থিম অনুযায়ী চলছে ‘ভূতের বাবার বিয়ে’, আর সেই উপলক্ষে মণ্ডপের ভেতরে বসেছে ভূরিভোজের আয়োজন। তবে এই ভোজ সাধারণ নয়, এ ভূতেদের বিয়ের মেলা।

০৮ ১২

এক দিকে ফুচকার স্টল, অন্য দিকে কফির সুগন্ধে ম ম করছে চারপাশ। কফির স্টলের ঠিক পাশেই আবার তেলেভাজা, আর একটু দূরেই চলছে রান্নাবান্না। সব মিলিয়ে এমন এক জমজমাট পরিবেশ, যা দেখে হাসি থামাতে পারবেন না কেউই।

০৯ ১২

এই রসিকতার পরিবেশের মাঝেই মাথা উঁচু করে বিরাজ করছেন দেবী কালী। নৈহাটির ‘বড়মা’-এর আদলে তৈরি হয়েছে তাঁদের ঠাকুর, যার উচ্চতা প্রায় ২০ ফুট।

১০ ১২

কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা পেরিয়ে গেলেও এই মণ্ডপের আকর্ষণ কিন্তু ফুরোচ্ছে না। বিশেষ চমক হিসেবে কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাই ফোঁটা পর্যন্ত থাকবে এই মণ্ডপের দেবী প্রতিমা।

১১ ১২

অর্থাৎ, উৎসবের রেশটা আরও কয়েকটা দিন উপভোগ করার সুযোগ মিলবে।

১২ ১২

তাই হাসির রসে ডুব দিতে আর ভূতের বিয়ের ভোজের সাক্ষী থাকতে চাইলে এক বার ঘুরে আসতেই হবে বিরাটি নীলাচল ভাই ভাই সংঘের এই মণ্ডপে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement