Abasaner Singhasan 2023

‘আবাসনের সিংহাসনে’ প্রতিযোগিতায় কোন পুজোগুলি জায়গা করে নিল সেরা কুড়ির তালিকায়?

আর্টস কলেজের শিক্ষার্থীদের চুলচেরা বিশ্লেষণের পরে মোট ২০০টি আবাসনের পুজোর মধ্যে থেকে সেরা ২০টি পুজোকে বেছে নিয়েছি আমরা। সেই তালিকায় রয়েছে কোন কোন পুজো? দেখে নিন এক নজরে

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ ০১:৫৭
Share:

‘আবাসনের সিংহাসন’ ২০২৩

জমে উঠেছে ‘আবাসনের সিংহাসনে’ ২০২৩-এর লড়াই। থিম হোক বা সাবেকিয়ানা, এক আবাসনের পুজো, অন্য আবাসনের পুজোকে টেক্কা দিচ্ছে সেয়ানে সেয়ানে। আর্টস কলেজের শিক্ষার্থীদের চুলচেরা বিশ্লেষণের পরে মোট ২০০টি আবাসনের পুজোর মধ্যে থেকে সেরা ২০টি পুজোকে বেছে নিয়েছি আমরা। সেই তালিকায় রয়েছে কোন কোন পুজো? দেখে নিন এক নজরে —

Advertisement
  • শ্রাচী দক্ষিণ অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন দুর্গোৎসব, পঞ্চসায়র
  • জগদীপোতা আরবান সবুজায়ন পুজো এবং কালচারাল অ্যাসোসিয়েশন, নয়াবাদ
Advertisement
  • রাজওয়াদা লেক ব্লিস রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নিউ গড়িয়া
  • আরবানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, নিউ গড়িয়া
  • আরবানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আনন্দপুর
  • বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গা পুজো কমিটি, আলিপুর
  • স্কাইলাইন লেকভিউ অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, নিউ গড়িয়া
  • ডায়মন্ড সিটি সাউথ, টলিগঞ্জ
  • উতালিকা এফিসিয়েন্সি এন্ড কমফোর্ট শারদোৎসব ২০২৩, মুকুন্দপুর
  • এমবিএস ওয়াটারভিউ, মালঞ্চ
  • সৃজন সোনারগাঁও পুজো কমিটি, নিউ গড়িয়া
  • সিদ্ধা হ্যাপিভিল, রাজারহাট
  • সিদ্ধেশ্বরী গার্ডেন আবসিকবৃন্দ পুজো, কেষ্টপুর
  • ঐক্যতান (ভবানী অ্যালেন এনক্লেভ), কেষ্টপুর
  • সিদ্ধা টাউন রাজারহাট রেসিডেন্টস অ্যাসোসিয়েশন
  • অ্যাস্টার গার্ডেনস ওনার্স অ্যাসোসিয়েশন
  • ভিআইপি ক্লাব টাউন রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চিনার পার্ক
  • সিলভার ওক এস্টেট, রাজারহাট
  • মনি কাসা কালচারাল এন্ড স্পোর্টস ক্লাব, নিউ টাউন, অ্যাকশন এরিয়া ২
  • ইউনিওয়ার্ল্ড সিটি, নিউ টাউন, অ্যাকশন এরিয়া ৩
  • ইমামি সিটি সর্বজনীন দুর্গাপুজো, নাগেরবাজার

এই বছর আমাদের সহযোগিদের ভূমিকায় রয়েছে প্রেজ়েন্টিং পার্টনার বন্ধন মিউচুয়াল ফান্ড, পাওয়ার্ড মার্লিন গ্রুপ, শপার্স টপ,কো-পাওয়ার্ড বাই বাজার কলকাতা, হেল্থকেয়ার পার্টনার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস, ফুড পার্টনার ওয়াও মোমো, হেল্থ পার্টনার পতঞ্জলি, ডিলাইট পার্টনার অ্যালপেনলিবে, এবং কমফোর্ট পার্টনার ডলার। প্রতিযোগিতার শুরু থেকেই আমাদের যোগ্য সঙ্গত দিয়েছে তারা।

ষষ্ঠীর দিন ২০টি মণ্ডপ পরিদর্শন করেছেন আমাদের বিচারকেরা। এর মধ্যে থেকেই বিভিন্ন বিভাগে সেরা ১০টি পুজোকে বেছে নেবেন তাঁরা। একই সঙ্গে ‘আবাসনের সিংহাসনে’ ২০২৩-এর পাতায় প্রথম ২০০টির পুজোর মধ্যে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ পর্বও। প্রাপ্ত ভোটের ভিত্তিতে ‘জনতার রায়ে সেরা’ বিভাগের বিজেতাকে বেছে নেব আমরা।

শেষ মূহূর্তে নিজের পছন্দের আবাসনের পুজোকে জেতাতে ভোট দিন। ভোট দিতে ক্লিক করুন এই লিঙ্কে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন