Safe Puja

পুজোর আবহে হঠাৎ করে আগুন লাগার সম্ভাবনা নতুন কিছু নয়, কী ভাবে সতর্ক থাকবেন?

পুজোর আবহে নজরে রাখুন আপনার বাড়ির আগুন নির্বাপণ ব্যবস্থাপনায়।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ০৬:২০
Share:

নজরে রাখুন ইলেকট্রিক কানেকশন

ভালবাসায় ঘেরা আপনার ভাল বাসা, সেটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব একান্ত আপনারই। মায়ের আগমনীর আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সাজ সাজ রব। পুজোর আবহে নজরে রাখুন আপনার বাড়ির আগুন নির্বাপণ ব্যবস্থাপনায়। আর যদি এখনও সেই ব্যবস্থা আপনার বাড়িতে না থাকে তাহলে দেরি না করে সতর্ক হন। পুজোর সময় বাড়িতে অনেক অতিথি আসবে ফলে রান্নার আয়োজন হবে জোরকদমে। তাছাড়া অতিথিদের মধ্যে ছোট সদস্যও থাকতে পারে যারা সারাদিন হইহই করে বাড়ি মাথায় রাখবে। আর তারা কখন কী কাণ্ড ঘটাবে সেটা তো আঁচ করা দায়! তাই অগ্রিম সতর্কতাই একমাত্র পথ।

Advertisement

বাচ্চাদের সাবধানে রাখুন

অগ্নি নির্বাপণের জন্য এই জিনিসগুলি বাড়িতে রাখুন —

  • বাড়িতে স্মোক অ্যালার্ম রাখুন। সেগুলি যাতে কর্যকরী অবস্থায় থাকে সে ব্যাপারটি নিশ্চিত করুন।
  • রান্নার সময় সতর্ক থাকুন। যখন রান্না হচ্ছে না সিলিন্ডার বন্ধ রাখুন। এর থেকে ছোটদের দূরে রাখুন। বাড়ির ছোটরা খেলার সময় যাতে লাইটার, দেশলাই হাতে না পায়, সেদিকটাও নজরে রাখুন।
  • ইলেকট্রিক তার ও প্লাগ থেকে শিশুদের দূরে রাখুন। বাড়ি তৈরি বা মেরামতের সময়ে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইলেক্ট্রিকের কাজ করান।
Advertisement

সতর্ক থাকুন আগুন থেকে

চট করে আগুন লেগে যাবে এমন জিনিসগুলি সাবধানে রাখুন। পুজোর সময় ঠাকুর ঘরে মোমবাতি, প্রদীপ, ধুপ, ধুনো ইত্যাদি জ্বালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সর্বোপরি বাড়িতে একটি ছোট হলেও অগ্নি নির্বাপণ যন্ত্র রাখুন।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন