Shankar Brahma

অপমান কী আর সয়!

চেয়েছিলেন প্রেম। পেলেন অপমান। লিখছেন শংকর ব্রহ্ম

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৭
Share:

সংগৃহীত প্রতীকী ছবি

১৯৭০ সালের কথা। পুজোর সময় আমি আর অমিত প্যান্ডেলে ঘুরে বেড়াতাম, প্রতিমা দেখতে নয়, প্রতিমার মতো মুখ খুঁজতে। সে বার আমরা হাঁটছি, গল্প করছি, কিন্তু চোখদুটি উৎসুক হয়ে খুঁজছে সুন্দরী মুখ। দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলে হঠাৎ আমার চোখ আটকে গেল এক কিশোরীকে দেখে। যেন আমার আবিষ্কার। পরনে ডুরে শাড়ি, কপালে সবুজ টিপ, কানে মুক্তোর দুল,শরীর দিয়ে যেন লাবণ্য ঝরছে। সে পিছনে ফিরে তাকাতেই চোখাচুখি হয়ে গেল। মনে হল এমন রূপ আমি কখনও দেখিনি। পরের মুহূর্তে সে আবার ফিরে তাকালো। বুকের ভিতর ভূমিকম্প আমার তখন। এর পরে দেখলাম, সে দু'হাত দিয়ে দামী মুক্তোর কানের দুল সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। যেন আমি কোনও ছিনতাইবাজ! চূড়ান্ত অপমানে মনটা বিষণ্ণ হয়ে গেল।

Advertisement

এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন