Dollar Abasoner Big Boss 2025

কে হবে ‘আবাসনের বিগ বস্’? ঠিক করবে আপনার ভোটই

এই বছর আবার ফিরে এল আনন্দবাজার ডট কম আয়োজিত, ডলার ‘আবাসনের বিগবস্’

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫
Share:

কে হবে ‘আবাসনের বিগ বস্’?

হঠাৎ করেই লিফ্‌ট খারাপ হয়ে গেছে অথবা পাম্প চলছেনা? বিদ্যুতে গোলযোগ? এইসব সমস্যার সম্মুখীন আবাসনের বাসিন্দাদের প্রায়শই হতে হয়। কিন্তু প্রত্যেক আবাসনেই এমন একজন থাকেন, যাঁর কাছে সব সময়েই সমস্ত সমস্যার সমাধান থাকে, পাশে এসে দাঁড়ান যে কোনও মুহূর্তে। খুঁজে বের করে দেন সব সমাধানের রাস্তা। তবে শুধু সমস্যাই নয়, সমস্ত কাজে তাঁকেই আগে পাওয়া যায়। তা সে, পুজো হোক বা ক্রিকেট ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক বা সামাজিক কর্মকাণ্ড, পুজোর সময় প্রতিযোগিতার মাধ্যমে এমন ব্যক্তিত্বদেরকেই সম্মান জানায় ‘ডলার’ এবং আনন্দবাজার ডট কম।

Advertisement

এই বছর আবার ফিরে এল আনন্দবাজার ডট কম আয়োজিত, ডলার ‘আবাসনের বিগবস্’। অর্থাৎ প্রত্যেক আবাসনেই এমন এক জন ব্যক্তি থাকেন, যাঁকে সব সময় যে কোনও সমস্যায় পাশে পাওয়া যায়। আবাসনের প্রতিটি কর্মকাণ্ডে যিনি নির্দ্বিধায় সবার আগে এগিয়ে আসেন। বিগত বছরগুলিতেও এই কর্মকাণ্ডে মিলেছে দারুণ সাফল্য। ফের তাঁদের সম্মান জানাতেই এ বছরেও এমন অভিনব উদ্যোগ নিল ‘ডলার’ এবং আনন্দবাজার ডট কম।

এই বছর ১৬০-রও বেশি আবাসন অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। তাঁদের মধ্যে থেকে সেরা ২০ জনকে বেছে নিয়েছি আমরা। তাঁদের কর্মকাণ্ড ছবি-সহ পোস্ট করা হয়েছে আনন্দবাজার ডট কম-এর ফেসবুক পেজ়ে। ছবিতে প্রাপ্ত লাইক ও শেয়ারের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ৩ জনকে।

Advertisement

লাইক ও শেয়ার করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর, সন্ধ্যে ৬টা।

রইল সেরা কুড়ির তালিকা।

১। শ্রেয়স সেঠ - অ্যাক্টিভ একার্স

২। প্রমোদ জয়সওয়াল - অ্যামিস্টাড

৩। অরিন্দম আশ - সিটিজেন্স কোঅপারেটিভ হাউজ়িং সোসাইটি

৪। কুতুবুদ্দিন লস্কর - দেবলোক ডেকাসা

৫। কিংশুক মণ্ডল - দেবলোক সোনার সিটি

৬। অপূর্ব সাহা - ইডেন সিটি মহেশতলা

৭। অমলেন্দু কুমার - এলিটা গার্ডেন ভিস্তা

৮। জয়ন্ত ভট্টাচার্য - জেনেক্স ভ্যালি অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনার্স

৯। অর্পিতা ভট্টাচার্য - ইন্দোদীপ ও প্রিয়দর্শিনী কমপ্লেক্স

১০। অমিতাভ রায় - কালিদহ (কালিন্দি) প্লট ওনার্স অ্যাসোসিয়েশন

১১। ভোলানাথ সাহা - নবপল্লী অধিবাসী বৃন্দ

১২। উদয় সরকার - অরচার্ড এস্টেট

১৩। জয়ন্ত রায় - পঞ্চশীল বাটিকা

১৪। দীপঙ্কর বোধক - প্রান্তিক-II সর্বজনীন দুর্গোৎসব কমিটি

১৫। দেবাশিস দুগার - সালবনী আবাসন

১৬। সৌমেন্দ্র সিংহ - শঙ্কর টাওয়ার

১৭। অভিজিৎ মুখোপাধ্যায় - সিদ্ধা গ্যালাক্সিয়া রেসিডেন্টস পূজা কমিটি – ফেজ় I

১৮। সৌরভ ঝাওয়ার - সাউথ সিটি গার্ডেন

১৯। বিকাশ দাস - স্পেস টাউন হাউজ়িং কমপ্লেক্স

২০। সুমন দত্ত - উতালিকা এফিসিয়েন্সি অ্যান্ড কমফোর্ট

রেজিস্ট্রেশন পর্বের পরে প্রাথমিক স্তরে সেরা ২০ জন ‘আবাসনের বিগ বস্’দের বেছে নেওয়া হয়েছে। এর পর শুরু হবে আসল লড়াই। অবশেষে ছবিতে প্রাপ্ত লাইক ও শেয়ারের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ৩ জনকে।

শহরের সেই সেরা ৩ ‘আবাসনের বিগ বস্’দের সম্মান জানাবে আনন্দবাজার ডট কম ও ‘ডলার‘। ‘আবাসনের বিগবস্‘-এর পরবর্তী আপডেট জানতে নজর রাখুন আনন্দবাজার ডট কম-এ। তা হলে আর দেরি কেন? বেছে নিন আপনার আবাসনের সেরা ‘বিগবস্’কে।

শুভ শারদীয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement