Earbuds Under 1500

বাজেট দেড় হাজার টাকা? এ বার পুজোয় তাতেও কিনতে পারেন সেরা মানের ইয়ারবাডস

একাধিক নামী সংস্থা এই দামের মধ্যে ভাল মানের ইয়ারবাডস তৈরি করে।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৮
Share:
০১ ১০

পুজোর কেনাকাটায় ইদানীং নতুন জামাকাপড়ের সঙ্গে নতুন গ্যাজেটও জায়গা করে নেয়। এ ক্ষেত্রে পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে ইয়ারবাডস। কিন্তু বাজেট যদি হয় ১,৫০০ টাকা, তা হলে কি ভালো ইয়ারবাডস পাওয়া সম্ভব? অবশ্যই! রইল তেমনই কিছু ইয়ারবাডসের হদিস। তবে, স্থান ও সময় ভেদে দামে কিছু তারতম্য হতে পারে।

০২ ১০

দেড় হাজার টাকা বাজেটের মধ্যে ইয়ারবাডস কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। যার মধ্যে রয়েছে - শব্দের মান, ব্যাটারির কার্যকারিতা, কলের মান, ডিজাইন এবং মাপ, জলরোধী ক্ষমতা।

Advertisement
০৩ ১০

বোট এয়ারডোপস ১৪১: এটি বাজারের সবচেয়ে জনপ্রিয় ইয়ারবাডগুলির মধ্যে অন্যতম। এর ব্যাটারি লাইফ খুবই ভালো, প্রায় ৬ ঘণ্টা একক প্লেব্যাক টাইম এবং কেস-সহ মোট ৪২ ঘণ্টা। এতে রয়েছে ইএনএক্সটিএম প্রযুক্তি, যা ফোন এলে বাইরের শব্দ কমিয়ে দেয়। এ ছাড়া, এটি আইপিএক্স৪ রেটিং-সহ জলরোধী।

০৪ ১০

নয়েজ বাডস ভিএস ১০২: নয়েজ ব্র্যান্ডের এই ইয়ারবাডস তার শব্দের মান এবং ব্যাটারি লাইফের জন্য বিখ্যাত। এর ব্যাটারি লাইফ একক চার্জে ৪.৫ ঘণ্টা এবং কেস-সহ মোট ১৫-২০ ঘণ্টা। এতে আইপিএক্স ৫ রেটিং রয়েছে, যা এটিকে জল ও ঘাম থেকে সুরক্ষিত রাখে।

০৫ ১০

রিয়েলমি টেরলাইফ বাডস টি১০০: এই ইয়ারবাডসটির ডিজাইন বেশ আকর্ষণীয় এবং শব্দের মানও ভাল। এটিতে ১০এমএম-এর ডায়নামিক বেস বুস্ট ড্রাইভার আছে। এর ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা একক প্লেব্যাক এবং কেস-সহ মোট ২৮ ঘণ্টা। এতেও ইএনসি রয়েছে, যা ফোনে কথা বলার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে।

০৬ ১০

ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর: এই ইয়ারবাডসটি তার দ্রুত পেয়ারিং এবং সমস্যাবিহীন পারফর্ম্যান্সের জন্য জনপ্রিয়। এর ব্যাটারি লাইফ খুব ভাল, ৭ ঘণ্টা একক প্লেব্যাক এবং কেস-সহ মোট ৩০ ঘণ্টা। এতে আইপিএক্স৪ রেটিং রয়েছে।

০৭ ১০

পিট্রন বাসবাডস এফ২: এটি কম দামে খুব ভাল পারফর্ম্যান্স দেয়। এতে রয়েছে ইএনসি এবং আইপিএক্স৪ রেটিং। ব্যাটারি লাইফ প্রায় ৫ ঘণ্টা একক প্লেব্যাক এবং কেস-সহ মোট ৩০ ঘণ্টার বেশি। যাঁরা ভাল বেস চান, তাঁদের জন্য এটি একটি দারুণ গ্যাজেট হতে পারে।

০৮ ১০

মিভি ডুয়োপড্স এফ৭০: ভারতীয় ব্র্যান্ড মিভি-এর এই ইয়ারবাডস তার শক্তিশালী বেস এবং ব্যাটারি লাইফের জন্য পরিচিত। এর ব্যাটারি চলে প্রায় ৮.৫ ঘণ্টা একক প্লেব্যাক এবং কেস-সহ মোট ৫০ ঘণ্টার বেশি। এটিরও আইপিএক্স৪ রেটিং।

০৯ ১০

বোল্ট অডিয়ো এয়ারবাস এক্সপড্স: এই ইয়ারবাডস তার শক্তিশালী শব্দের মান এবং দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য জনপ্রিয়। এর ব্যাটারি একক চার্জে প্রায় ৭-৮ ঘণ্টা এবং কেস সহ মোট ২৫-৩০ ঘণ্টা চলে। আইপিএক্স৫ রেটিং-এর এই মডেলটি জলরোধী।

১০ ১০

উল্লেখিত প্রতিটি ইয়ারবাডসই নিজ নিজ ক্ষেত্রে সেরা। প্রতিটি মডেলই তাদের ব্যাটারি লাইফ, শব্দের মান এবং পোর্টেবিলিটির জন্য জনপ্রিয়। কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ভারতের সমস্ত অনলাইন শপিং সাইট এবং বড় ইলেকট্রনিক্স স্টোরে পাওয়া যায় সবক’টিই। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement