পুজোয় আপনার বন্ধু কিংবা প্রিয় মানুষটিকে এমন কিছু উপহার দিতে চাইছেন, যা রোজ আপনার কথা মনে করাবে? কোনও গ্যাজেট উপহার দিতেই পারেন তা হলে। শুরুতেই বলি স্মার্টওয়াচের কথা। শুধু সময় দেখা নয়, ফিটনেস ট্র্যাকার হিসাবেও এই গ্যাজেট দারুণ কাজ করে।
পুজোর আড্ডা বা ঘরোয়া পার্টিতে গান শোনার মজাই আলাদা। একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার খুব সহজে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যায় এবং সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত।
গান শোনা বা স্মার্টফোনে কথা বলার জন্য ওয়্যারলেস ইয়ারবাডসের কোনও বিকল্প নেই। এটি ব্যবহার করা খুবই সুবিধাজনক এবং সহজে পকেটে বা ব্যাগে নিয়ে ঘোরা যায়। বাজারে বিভিন্ন দাম ও ফিচারের ইয়ারবাডস পাওয়া যায়।
পাওয়ার ব্যাঙ্ক খুবই দরকারি একটি গ্যাজেট। পুজোর সময়ে সারা দিন বাইরে ঘোরাঘুরি বা আড্ডার ফাঁকে ফোনে চার্জ শেষ হয়ে গেলে এটি দারুণ কাজে দেবে। ফলে নিঃসন্দেহে খুব কার্যকরী এবং চিন্তাশীল উপহার।
পুজোর সময়ে অনেক জায়গাতেই বেশ গরম থাকে। একটি ছোট পোর্টেবল এয়ার কন্ডিশনার বা ফ্যান উপহার দিতে পারেন। এটি আপনার বন্ধুর জন্য খুব আরামদায়ক এবং অনন্য উপহার হবে।
দারুণ উপহার হতে পারে একটি ডিজিট্যাল ফটো ফ্রেম। আপনাদের একসঙ্গে কাটানো অনেকগুলি প্রিয় মুহূর্তের ছবি লোড করে দিন। এটি অটোমেটিক ছবি পরিবর্তন করে দেখাবে। বন্ধু বা প্রিয়জনের মুখে হাসি ফুটবেই।
পোর্টেবল চার্জিং স্টেশনও খুব কাজের উপহার। এটি একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে পারে এবং সব গ্যাজেটকে এক জায়গায় গুছিয়ে রাখতে সাহায্য করে।
ঘরের ভিতরে পুজোর আমেজ আনতে স্মার্ট এলইডি লাইট স্ট্রিপস বেশ ভাল উপহার। এটি ফোনের অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এবং বিভিন্ন রঙের আলোয় ঘরের পরিবেশ ইচ্ছা মতো বদলে দিতে পারে।
আপনার স্বাস্থ্যসচেতন বন্ধুর জন্য স্মার্ট ওয়াটার বটল কিন্তু খুব মানানসই হতে পারে। এই বোতলটি আপনার বন্ধুকে নিয়মিত জল খাওয়ার কথা মনে করিয়ে দেবে এবং জলের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করবে।
একটি ভাল গেমিং হেডসেট সেরা উপহার হতেই পারে আপনার গেমিং-প্রেমী বন্ধুর জন্য। তাঁর ভাল লাগবে এর উন্নত মানের সাউন্ড কোয়ালিটি এবং আরামদায়ক ব্যবহার। ( এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।