Made in China Smart Lights

চিনের তৈরি স্মার্ট আলোয় ঝলমল করছে ভারত থেকে ইউরোপ! ভবিষ্যতে বিশ্বকে আলো দেখাবে ড্রাগনের দেশ?

চিনের এই বিশেষ আলো জ্বালাতে বা নেভাতে সুইচ টিপতে হয় না!

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২০:৩৭
Share:
০১ ১০

ঝলমলে স্মার্ট আলো - নতুন পথ দেখাচ্ছে চিন: এখন রোজের জীবন মানেই 'স্মার্ট' প্রযুক্তি। দীপাবলি বা অন্যান্য সাধারণ দিনে ব্যবহৃত আলোও তার ব্যতিক্রম নয়। ভারত, ইউরোপ, আফ্রিকা — সব জায়গাতেই ঝলমল করছে চিনের স্মার্ট লাইট! তা হলে চিনের এই দাপটই কি বিশ্ব জুড়ে আলোর নতুন গতিপথ নির্মাণ করছে?

০২ ১০

চিনের স্মার্ট লাইট - কী এই প্রযুক্তি: এটি সাধারণ আলো নয়, এটি 'স্মার্ট লাইট'। এটি সুইচ দিয়ে জ্বালানো বা নেভানোর দরকার নেই। এটি স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। কারণ, এতে যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি!

Advertisement
০৩ ১০

কাজ করার কৌশল: ঘরে ঢুকলেই এই আলো নিজে থেকে জ্বলে ওঠে। নির্দিষ্ট স্থান থেকে দূরে সরে গেলেই আলো নিভে যায়। এতে কোনও সুইচ টিপতে হয় না।

০৪ ১০

উন্নত প্রযুক্তি ও আকার: এই স্মার্ট এলইডি লাইটগুলি বহু ক্ষেত্রেই আকারে বেশ ছোট। কিন্তু, এদের আলো হয় অত্যন্ত ঝলমলে। উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় এই আলো।

০৫ ১০

সাশ্রয়ী, কার্যকরী ও পরিবেশবান্ধব: এই স্মার্ট লাইটগুলি দামে অনেকটাই সস্তা। কিন্তু, আলোর গুণগত মান হয় খুব উন্নত। সাধারণ মানুষের জন্য এটি একটি সাশ্রয়ী বিকল্প। তা ছাড়া এই আলো পরিবেশবান্ধব বলেও দাবি করা হয়। অর্থাৎ - কার্বন নির্গমন কমানোর লক্ষ্য পূরণে এই আলো কার্যকরী।

০৬ ১০

রোবটিক্স ও থ্রি-ডি প্রিন্টার: চিনে এই আলো তৈরি হয় রোবটিক টেকনোলজিতে। এর উৎপাদনে থ্রি-ডি প্রিন্টার ব্যবহার করা হয়। এটি দ্রুত ও নিখুঁত ভাবে উৎপাদন করতে সাহায্য করে।

০৭ ১০

ঝলমলে আলোর বন্যা - এআই প্রযুক্তি: এই আলো থেকে ঝলমলে আলোর 'বন্যা' বের হয়! এর পিছনে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এআই আলো নিয়ন্ত্রণ করে ও তার উজ্জ্বলতা বজায় রাখে।

০৮ ১০

মাইক্রো চিপে স্বনির্ভরতা: আগে চিন বিদেশ থেকে মাইক্রো চিপ আমদানি করত। এখন তারা নিজেদের পদ্ধতিতেই চিপ তৈরি করছে। ছোট স্মার্ট এলইডি লাইট বানানোর ক্ষেত্রে এটি বিরাট সাফল্য।

০৯ ১০

বিশ্ব জুড়ে চাহিদা বৃদ্ধি: ভারত, ইউরোপ, আফ্রিকান দেশগুলিতে এর ব্যবহার বাড়ছে। দৈনন্দিন জীবনে নানা সুবিধা প্রদান ও কম দাম এর প্রধান কারণ। স্মার্ট হোমের ধারণা আরও সহজ করে তুলেছে এই চিনা আলো।

১০ ১০

আলোর ভবিষ্যৎ: ভবিষ্যতে হয়তো সারা পৃথিবীই এই আলো ব্যবহার করবে! চিনের স্মার্ট আলোয় ঝলমল করে উঠবে গোটা বিশ্ব। কারণ, চিনের এই প্রযুক্তি আলোর দুনিয়ায় বিপ্লব এনেছে। আপনার কী মনে হয়? (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement