Ghost Hunting Gadgets

কালীপুজো গেলেও তেনারা কিন্তু আশেপাশেই থেকে যান! ভূত ধরতে যাবেন নাকি? সঙ্গে থাক এই যন্ত্র

কালীপুজোর আবহে অনেকেই ঘোস্ট ওয়াকে যান। অনেকেরই আবার এই অতিপ্রাকৃত জিনিসের উপর বেজায় টান। ভূতের ভয়ের বদলে, তেনাদের দেখা পেলেই যেন খুশি হবেন, এমন হাবভাব থাকে অনেকের।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:১৭
Share:
০১ ১০

কালীপুজোর আবহে অনেকেই ঘোস্ট ওয়াকে যান। অনেকেরই আবার এই অতিপ্রাকৃত জিনিসের উপর বেজায় টান। ভূতের ভয়ের বদলে, তেনাদের দেখা পেলেই যেন খুশি হবেন, এমন হাবভাব থাকে অনেকের।

০২ ১০

আপনিও কি সেই দলে পড়েন? সামনেই বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে বা একা ঘোস্ট ওয়াকে যাচ্ছেন? তা হলে সঙ্গে অবশ্যই রাখুন এই যন্ত্রগুলো। আপনার আশেপাশে তেনারা থাকলেই বুঝিয়ে দেবে এই যন্ত্র।

Advertisement
০৩ ১০

প্রথমেই বলা যাক ভূত ধরার ৫ এলইডি ইএমএফ মিটার ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরের কথা। এটি অনলাইনে ২৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

০৪ ১০

প্যারাবলিক মাইক্রোফোন ইভিপি কিনতে পারেন। এটির সাহায্যে কোনও অতিপ্রাকৃত কিছু থাকলে সেই শব্দ ধরা পড়বে। দাম সাড়ে ছয় হাজার টাকা মতো।

০৫ ১০

এসওয়াইডিএলডি ডাউসিং রড কপার ভূত ধরার যন্ত্র রাখতে পারেন। এটির দাম পড়বে ২০০০ টাকার মতো।

০৬ ১০

একটা সম্পূর্ণ কিট কিনতে পারেন যেখানে দুটো উক্ত রড ও, একটি কোয়ার্টজ ক্রিস্টাল, একটি ডিভিনেশন ম্যাট, ২ ভূত ধরার ক্যাট বল থাকবে। এটির দাম পড়ে যাবে প্রায় ৪ হাজার টাকা।

০৭ ১০

রেম ডিভাইস পড স্পিরিট কমিউনিকেশন ডিভাইস কিনতে পারেন ভূতেদের সঙ্গে কথপোকথনের জন্য। এটি কিনতে প্রায় ৬ হাজার টাকা খরচ হবে।

০৮ ১০

রাতের জন্য হাই ইনটেনসিটি গ্রিন লেজ়ার গ্রিড প্রজেক্টর কিনতে পারেন। এই যন্ত্রের দামও কম বেশি ৬ হাজার টাকা পড়বে।

০৯ ১০

স্পিরিট বক্স রাখতে পারেন সঙ্গে। যদিও এই যন্ত্র একটু ব্যয় সাপেক্ষ। প্রায় সাড়ে ১৪ হাজার টাকা দাম পড়ে যাবে।

১০ ১০

ইভিপি রেকর্ডার কিনতে পারেন ভৌতিক শব্দ বা ক্রিয়াকলাপ রেকর্ড করে রাখার জন্য। এটির দাম ১২৭০০ টাকা। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement