Hidden Camera Detection Tips

পুজোয় প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাচ্ছেন? হোটেলে লুকানো ক্যামেরা আছে কি না বুঝতে কী করবেন?

বেড়াতে গিয়ে হন্যে হয়ে দেখেন যে হোটেলের ঘরে লুকানো ক্যামেরা আছে কি না? কী করলে সহজেই সেটা বুঝবেন?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৪
Share:
০১ ১০

ইদানীং সময় অনেকেই বেড়াতে গিয়ে হোটেল রুমে ঢুকে সবার আগে তন্ন তন্ন করে খুঁজে দেখেন যে সেখানে কোনও লুকানো ক্যামেরা আছে কিনা। আপনিও কি তাই করেন?

০২ ১০

প্রিয় মানুষটির সঙ্গে, অথবা নিজেরই ব্যক্তিগত কোনও মুহূর্ত অজানা কোনও চোখে নজরবন্দি হচ্ছে কিনা ভেবে ভেবে আতঙ্কিত হন? তা হলে জেনে নিন দুর্গাপুজোর সময় পরিবার, সোলো বা কেবল প্রিয় মানুষটির সঙ্গে বেড়াতে গিয়ে হোটেল কোন সহজ উপায়ে বুঝবেন যে ঘরে লুকানো কোনও ক্যামেরা আছে কিনা।

Advertisement
০৩ ১০

আপনার ফোনের ফ্ল্যাশলাইট দিয়েই জেনে নিতে পারবেন যে সেখানে ক্যামেরা আছে কিনা। কী করবেন তার জন্য?

০৪ ১০

যেখানে যেখানে আপনার মনে হচ্ছে যে এখানে লুকানো ক্যামেরা থাকতে পারে সেখানে ফোনের ফ্ল্যাশলাইট ফেলে দেখতে পারেন। যদি সত্যিই সেখানে কোনও লুকানো ক্যামেরা থাকে তা হলে সেটা ওই আলোকে প্রতিফলন করবে।

০৫ ১০

ফোনের ক্যামেরা দিয়েও লুকানো ক্যামেরা সহজেই ধরে ফেলতে পারেন।

০৬ ১০

ফোনের ক্যামেরায় এই লুকানো ক্যামেরা থেকে যে ইনফ্রারেড আলো বের হয় সেটা সহজেই ধরা পড়ে যা খালি চোখে দেখা যায় না।

০৭ ১০

একাধিক অ্যান্ড্রয়েড এবং iOS ভিত্তিক ক্যামেরা রয়েছে অ্যাপ স্টোরে, তার একটি ডাউনলোড করে নিতে পারেন। এটি কিন্তু ঘরে কোনও লুকানো ক্যামেরা আছে কি না সেটা ধরতে সাহায্য করে।

০৮ ১০

এটার জন্য ডিটেক্টিফাই, হিডেন আইআর ক্যামেরা ডিটেক্টর, হিডেন স্পাই ক্যামেরা ফাইন্ডার প্রো, ইত্যাদির মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের সাহায্যে সহজেই লুকানো ক্যামেরা থেকে নির্গত হওয়া ইনফ্রারেড আলো ধরা পড়ে।

০৯ ১০

আপনার ফোনের ওয়াইফাই চেক করুন। একাধিক ওয়ারলেস ক্যামেরার ওয়াইফাই নেটওয়ার্কের প্রয়োজন হয়।

১০ ১০

আপনার ফোনের ওয়াইফাই সেটিংস খুলে দেখুন উপলব্ধ যে নেটওয়ার্কগুলি দেখাচ্ছে সেখানে সন্দেহ করার মতো কিছু আছে কিনা। ব্লুটুথের মাধ্যমেও এটা চেক করতে পারেন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement