মহালয়ার ভোর যেন পুজোর সুবাস বয়ে আনে। শিউলি ঝরা সকালটা শুরুই হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গমগমে কণ্ঠস্বরে চণ্ডীপাঠ শুনে। রেডিয়োর ‘মহিষাসুরমর্দিনী’ ছাড়া মহালয়ার ভোর অসম্পূর্ণ। তবে এই দিন মানুষ আরও একটা জিনিসের অপেক্ষায় থাকেন। কোন টিভি চ্যানেলে কোন অভিনেতা, অভিনেত্রী কী হচ্ছেন? কী দেখানো হবে সেই প্রভাতী অনুষ্ঠানগুলিতে।
এ বার জ়ি বাংলার পর্দাতেও মহালয়ার সকালে, ২১ সেপ্টেম্বর ‘জাগো মা জাগো দুর্গা’ সম্প্রচারিত হবে। কাকে কোন রূপে দেখা যাবে এ দিন প্রকাশ্যে এল।
জ়ি বাংলার পর্দায় এ বার মহিষাসুরমর্দিনী এবং পার্বতী রূপে ধরা দেবেন ইধিকা পাল। তাঁর রূপ আগেই প্রকাশ্যে এসেছিল ঝলকে।
দেবী জগদ্ধাত্রী রূপে অঙ্কিতা নন, বরং দেখা মিলবে ‘আনন্দী’। অর্থাৎ অন্বেষা হাজরার।
দেবী কৌশিকীর ভূমিকায় পর্দায় দেখা মিলবে আরাত্রিকা মাইতির।
দিব্যাণী মন্ডল অর্থাৎ সকলের অতি পরিচিত ‘ফুলকি’কে দেখা যাবে ত্রিপুরা সুন্দরী হিসেবে।
ভদ্রকালী হিসেবে জ়ি বাংলার পর্দায় দেখা যাবে ‘পরিণীতা’র নায়িকা ঈশানি চট্টোপাধ্যায়কে।
দেবী গন্ধেশ্বরী হিসেবে ধরা দেবেন কুসুম, অর্থাৎ তনিষ্কা তিওয়ারি।
কালী রূপ ফুটিয়ে তুলবেন ছোট পর্দার আরেক অতি পরিচিত মুখ, মোহনা মাইতি।
দুর্গা হিসেবে এবার এই চ্যানেলে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। সদ্যই তাঁর ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হয়েছে।
এই একই ধারাবাহিকের ‘অনিকেত’ অর্থাৎ রণজয় বিষ্ণুকে দেখা যাবে শিব রূপে।
মহিষাসুর হিসেবে পর্দায় অবতীর্ণ হবেন রুবেল দাস।