আক্রান্ত ৩ বাউল

গুলশন আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের হামলা বাংলাদেশে। দুষ্কৃতীদের লাঠি ও চাপাতির কোপে এ বার জখম দুই মহিলা-সহ ৩ বাউল শিল্পী। পুলিশ জানায়, আক্রান্তদের নাম আবদুর রশিদ শাহ, তাঁর স্ত্রী বুলু বেগম এবং রুশিয়া খাতুন।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০২:৩৫
Share:

গুলশন আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের হামলা বাংলাদেশে। দুষ্কৃতীদের লাঠি ও চাপাতির কোপে এ বার জখম দুই মহিলা-সহ ৩ বাউল শিল্পী। পুলিশ জানায়, আক্রান্তদের নাম আবদুর রশিদ শাহ, তাঁর স্ত্রী বুলু বেগম এবং রুশিয়া খাতুন। শনিবার রাতে চুয়াডাঙ্গার একতারপুর গ্রামে এক বাউল আখড়ায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। আহতরা জানান, লাঠি ও চাপাতি নিয়ে আট-দশ জন দুষ্কৃতী ঘরে ঢুকে ওই তিন জনকে সামনে পেয়ে কোপাতে শুরু করে। রুশিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা স্থিতিশীল। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু ও মুক্তমনাদের উপর হামলা হয়েছে বার-বার। এ দিনের হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিষ্ঠান নিরাপত্তা জোরদার করুক। সরকার সব রকম ভাবে আপনাদের পাশে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন