ফের রক্তাক্ত বাংলাদেশ, খুন আওয়ামি লিগ নেতা, গুলিবিদ্ধ স্ত্রী

এ বার খুন হলেন বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের নেতা। কক্সবাজারের টেকনাফে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ১৩:০৮
Share:

ফের রক্তাক্ত বাংলাদেশ।এ বার খুন হলেন বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের নেতা। কক্সবাজারের টেকনাফে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, রবিবার রাত দেড়টা নাগাদ টেকনাফে নতুন পল্লানপাড়ার তিন রাস্তার মাথায় আওয়ামি লিগ নেতা সিরাজুল ইসলামের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সিরাজুল (৬৮)। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পাশেই ছিলেন সিরাজুলের স্ত্রী ইয়াসমিন আখতার। তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পল্লানপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।

টেকনাফের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পদস্থ কর্তা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সিরাজুলের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। বেশি রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী ইয়াসমিনের ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। তাঁকে পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন- আইএস বিতর্ক এড়িয়ে সন্ত্রাস নির্মূল চায় ঢাকা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement