International

বাংলাদেশে মোবাইল টাওয়ারের বিকিরণ বিপজ্জনক, হস্তক্ষেপ হাইকোর্টের

উচ্চ মাত্রার বিকিরণ (রেডিয়েশন) ছড়াচ্ছে বাংলাদেশে মোবাইল কোম্পানির টাওয়ার। স্বাস্থ্য মন্ত্রকের সেই রিপোর্টের ভিত্তিতে বুধবার বাংলাদেশ হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি বানানোর নির্দেশ দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ১৭:৩০
Share:

উচ্চ মাত্রার বিকিরণ (রেডিয়েশন) ছড়াচ্ছে বাংলাদেশে মোবাইল কোম্পানির টাওয়ার। স্বাস্থ্য মন্ত্রকের সেই রিপোর্টের ভিত্তিতে বুধবার বাংলাদেশ হাইকোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি বানানোর নির্দেশ দিয়েছে। যে কমিটির কাজ হবে দ্রুত ওই বিকিরণের মাত্রা কমিয়ে আনা। সাত দিনের মধ্যে ওই কমিটি গড়তে বলা হয়েছে স্বাস্থ্য সচিবকে। ওই কমিটিতে বিজ্ঞানী, সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপক, স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রক এবং আণবিক শক্তি কমিশনের প্রতিনিধিরা থাকবেন। আদালতকে রিপোর্ট দিতে হবে ওই কমিটির।

Advertisement

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মহম্মদ সেলিমকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় বসানো মোবাইল কোম্পানির টাওয়ারগুলো থেকে বেরনো বিকিরণ বন্ধ করার জন্য কেন কাযকরী ব্যবস্থা নিতে বলা হবে না, রুলিংয়ে সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন- পৃথিবীর ২৫ হাজার গুণ বড় গ্রহের সন্ধান দিলেন বাঙালি বিজ্ঞানীরা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement