Dhaka

ঢাকায় ট্রাফিক সপ্তাহের মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা বাসের

ঢাকা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লবকুমার সরকার জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। আটক করা হয়েছে বাসটিকে। তবে, এই দুর্ঘটনায় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। গাড়িটির পেছনে হালকা ধাক্কা লেগেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০২:৫০
Share:

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করছেন আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ছবি।

স্কুল পড়ুয়ারা তাদের দুই সহপাঠির ‘সড়ক-হত্যার’ প্রতিবাদে বাংলাদেশে এক নতুন অন্দোলনের সূচনা করেছিল। সেই আন্দোলনের সময়েই ঘোষণা করা হয়েছিল ‘ট্রাফিক সপ্তাহ’ পালনের। আর সেই ‘ট্রাফিক সপ্তাহ’-এর মধ্যেই ঢাকায় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িতে। ঢাকার কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীকে গাড়িতে ধাক্কা দেয় বাসটি। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। বাসের চালক ও খালাসিকে আটক করা হয়েছে ।

Advertisement

ঢাকা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লবকুমার সরকার জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। আটক করা হয়েছে বাসটিকে। তবে, এই দুর্ঘটনায় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। গাড়িটির পেছনে হালকা ধাক্কা লেগেছিল।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের সময়েই ৫ অগস্ট থেকে সারা বাংলাদেশে ট্রাফিক সপ্তাহ চলছে। গত ছ’দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনাতে সারা দেশে ১ লাখ ১৩ হাজার ৪২৩ টি মামলা দায়ের হয়েছে।

Advertisement

আরও পড়ুন: পড়ুয়াদের চাপে কড়া হচ্ছে আইন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন