জিয়া হত্যায় ‘র’-এর হাত, অভিযোগ বিএনপি-র

প্রাক্তন রাষ্ট্রপতি ও সামরিক শাসক জিয়াউর রহমানের হত্যায় ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) এর হাত ছিল বলে বুধবার ঢাকায় অভিযোগ করেছে বিএনপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০২:১৩
Share:

প্রাক্তন রাষ্ট্রপতি ও সামরিক শাসক জিয়াউর রহমানের হত্যায় ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং) এর হাত ছিল বলে বুধবার ঢাকায় অভিযোগ করেছে বিএনপি। বিএনপি-র কেন্দ্রীয় দপ্তরে সাংবাদিক বৈঠকে দলটির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি দাবি করেন, ভারতীয় সংবাদমাধ্যম এবং গবেষণা রিপোর্টের তথ্যই বলছে তাঁদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে ‘র’-এর ভূমিকা ছিল। ১৯৮১ সালে একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত হয়েছিলেন ৪৫ বছরের জিয়াউর। ১৯৭৫-এ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে দেশে অচলাবস্থা তৈরি হয়। কয়েক মাস পরে সেনাশাসক হিসেবে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। পরে বিএনপি গঠন করে রাজনীতিতে যোগ দেন তিনি।

Advertisement

কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছিলেন, গ্যাস বিক্রির শর্তে রাজি না-হওয়ায় ‘র’ এবং মার্কিন দূতাবাসের ষড়যন্ত্রে ২০০১ সালের নির্বাচনে আওয়ামি লিগকে পরাজিত হতে হয়েছিল। গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে জিতে এসেছিলেন খালেদা জিয়া। রিজভি এ দিন দাবি করেন, ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন শেখ হাসিনা। দিল্লির সঙ্গে সামরিক চুক্তি হবে বাংলাদেশের কাছে আত্মঘাতী। চুক্তির প্রতিবাদে বিএনপি আন্দোলনে নামতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন রিজভি। এর আগে রামপালে ভারতের সহায়তায় বিদ্যুৎকেন্দ্র তৈরির বিরোধিতা করেছিল বিএনপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন