India vs South Africa 2025

ভারতীয় দলে একটি বদল, এক অলরাউন্ডারের বদলে প্রথম একাদশে ঢুকলেন আর এক অলরাউন্ডার

সিরিজ় ১-১। বিশাখাপত্তমে সিরিজ় নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম একাদশে একটি পরিবর্তন করল ভারতীয় শিবির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৩:১৫
Share:

ভারতীয় ক্রিকেট দল। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে একটি পরিবর্তন করল ভারতীয় দল। প্রথম একাদশে এসেছেন তিলক বর্মা। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তাঁকে খেলানো হচ্ছে সিরিজ় নির্ণায়ক ম্যাচে।

Advertisement

টেস্ট সিরিজ় থেকে টানা খেলানো হচ্ছিল ওয়াশিংটনকে। তাঁকে মূলত ব্যাটার হিসাবে ব্যবহার করা হচ্ছিল। বোলার ওয়াশিংটন তেমন সুযোগ পাচ্ছিলেন না। টেস্ট সিরিজ়ের পর এক দিনের সিরিজ়েও তাঁকে দিয়ে খুব একটা বল করানো হচ্ছিল না। শেষ পর্যন্ত তাঁকে প্রথম একাদশের বাইরে রেখে দল তৈরি করলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর পরিবর্তে প্রথম একাদশে এসেছেন আর এক তরুণ অলরাউন্ডার তিলককে।

দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রথম একাদশে না থেকেও নজর কেড়েছিলেন তিলক। তাঁর দুরন্ত চেষ্টা এডেন মার্করামের একটি নিশ্চিত ছক্কা আটকে দেয়। মাত্র ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তা ছাড়া তিলক আগ্রাসী ব্যাটার হিসাবেও পরিচিত। গত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। ঘরোয়া ক্রিকেটেও ভাল ফর্মে রয়েছেন। এ ছাড়াও ২৩ বছরের অলরাউন্ডার অফ স্পিন করতে পারেন। সম্ভবত সে কারণেই টানা রান না পাওয়া ওয়াশিংটনের জায়গায় সিরিজ় নির্ণায়ক ম্যাচে তিলককে খেলাচ্ছে ভারত। প্রথম একাদশে আর কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement

ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement