(বাঁ দিক থেকে) মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং মহম্মদ শামি। ছবি: মহম্মদ শামির ইনস্টাগ্রাম থেকে।
জাতীয় দলের চার সতীর্থ-সহ গোটা বাংলা দলকে নৈশভোজে নিমন্ত্রণ করেন মহম্মদ সিরাজ। তাঁর আমন্ত্রণে মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণেরা গিয়েছিলেন হায়দরাবাদে সিরাজের রেস্তরাঁয়। সিরাজের আতিথেয়তায় মুগ্ধ বাংলার ক্রিকেটারেরা।
শামি, আকাশ, মুকেশ, অভিমন্যু ছাড়াও শাহবাজ় আহমেদ, অভিষেক পোড়েলদের সঙ্গেও বন্ধুত্ব রয়েছে সিরাজের। কেউ তাঁর জাতীয় দলের সতীর্থ, কেউ আইপিএলের। নিজের শহরে এক ঝাঁক বন্ধুকে পেয়ে নিমন্ত্রণ করেন তিনি। সিরাজের ডাকে সাড়া দিয়ে শুক্রবার নৈশভোজ সারতে গিয়েছিল বাংলা দল। উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ঈশ্বরণেরা এখন হায়দরাবাদে রয়েছেন।
নিজের রেস্তরাঁয় একসঙ্গে এত জন সতীর্থকে পেয়ে আপ্লুত সিরাজ। সমাজমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করেছেন শামিও। বাংলার জোরে বোলার সমাজমাধ্যমে ছবির সঙ্গে লিখেছেন, ‘‘মহম্মদ সিরাজ আমাকে এবং আমার সতীর্থদের ওর রেস্তরাঁয় নিমন্ত্রণ করেছিল। দারুণ একটা সন্ধে কাটানোর সুযোগ পেলাম আমরা। আমাদের খুব ভাল ভাবে আপ্যায়ণ করা হয়েছে। আমরা খুব মজা করেছি। দারুণ সব পদ আমাদের জন্য তৈরি করা হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হোক। এমন সুন্দর আতিথেয়তার জন্য সিরাজকে ধন্যবাদ।’’
সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলি হায়দরাবাদ খেলছে কলকাতায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের পর সিরাজ এখন বিশ্রামে রয়েছেন। সেই সুযোগে সতীর্থদের নিজের রেস্তরাঁয় নৈশভোজে আমন্ত্রণ করেন।