Syed Mushtaq Ali Trophy

হঠাৎই সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ, ফাইনালের কেন্দ্র বদলে ফেলল বোর্ড

সূচি অনুযায়ী সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্ব এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইন্দৌরে। সেই ম্যাচগুলি হবে পুণেতে। অক্রিকেটীয় কারণে বদল করা হয়েছে জায়গা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫৬
Share:

সৈয়দ মুস্তাক আলি ট্রফি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্ব এবং ফাইনাল পুণেতে সরিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল ইন্দৌরে। কিন্তু বিশেষ কারণে ম্যাচ সরিয়ে দিতে হল বিসিসিআইকে।

Advertisement

সর্বভারতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচগুলি হচ্ছে কলকাতা, হায়দরাবাদ, লখনউ এবং অহমদাবাদে। এই পর্বের সূচিতে কোনও পরিবর্তন হয়নি। সুপার লিগের ম্যাচগুলি এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুণেতে। উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্ব। ফাইনাল ১৮ ডিসেম্বর।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, ‘‘আমরা সুপার লিগ এবং ফাইনাল ইন্দৌর থেকে পুণেতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’ কেন এমন সিদ্ধান্ত হঠাৎ? বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে কর্তারাই ম্যাচ সরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। সুপার লিগ পর্বে খেলবে আটটি দল। সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের থাকার জন্য পর্যাপ্ত হোটেলের ঘর পাওয়া যাচ্ছে না ইন্দৌরে। বিসিসিআই যে মানের হোটেলে দলগুলিকে রাখে তেমন হোটেলগুলির ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে।

Advertisement

১৩ থেকে ১৬ ডিসেম্বর ইন্দৌরে চিকিৎসকদের সম্মেলন রয়েছে। সে জন্য সংশ্লিষ্ট হোটেলগুলির অধিকাংশ ঘর আগে থেকে ভাড়া নিয়ে রেখেছে চিকিৎসকদের সংগঠন। ফলে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে কর্তারা পর্যাপ্ত ঘরের ব্যবস্থা করতে পারছেন না। এই পরিস্থিতিতে ম্যাচগুলি অন্যত্র সরিয়ে দেওয়ার অনুরোধ করেন তাঁরা। সেই মতো সূচি অনুযায়ী ইন্দৌরের সব ম্যাচ পুণেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement