মৌলবাদের নিন্দায় হাসিনা

চট্টগ্রামে নববর্ষের আলপনায় কালি

নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রায় বোমা হামলার হুমকির পর এ বার সরাসরি নাশকতায় নামল বাংলাদেশের মৌলবাদীরা। মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের সামনের দেওয়ালে দেওয়া আলপনা পোড়া তেল ছিটিয়ে নষ্ট করে দিয়েছে এক দল দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৭ ০১:৫৯
Share:

নষ্ট: চারুকলা ইনস্টিটিউটের দেওয়ালে আঁকা আলপনায় এ ভাবেই ঢেলে দেওয়া হয়েছে পোড়া তেল। নিজস্ব চিত্র

নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রায় বোমা হামলার হুমকির পর এ বার সরাসরি নাশকতায় নামল বাংলাদেশের মৌলবাদীরা। মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটের সামনের দেওয়ালে দেওয়া আলপনা পোড়া তেল ছিটিয়ে নষ্ট করে দিয়েছে এক দল দুষ্কৃতী। সকাল থেকেই প্রতিবাদে সরব হয়েছেন চট্টগ্রামের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মৌলবাদীদের সতর্ক করে দিয়ে বলেছেন, বর্ষবরণের মধ্যে ধর্মকে টেনে এনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। এটা বাঙালির নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য।

Advertisement

বাংলাদেশে এ বার ঢাকার পাশাপাশি সব জেলা-উপজেলায় সরকারি উদ্যোগে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছে। স্কুল-কলেজগুলিকে এই অনুষ্ঠানে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মৌলবাদী শক্তি বরাবরই এই অনুষ্ঠানের বিরোধিতা করে এসেছে। এ বার বিরোধিতাও জোরদার করেছে তারা। সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি-র শরিক ইসলামি ঐক্যজোট ও অন্য মৌলবাদী সংগঠনগুলি। সোমবার বরিশালে জঙ্গি সংগঠন জেএমবি-র নাম করে হুমকি চিঠি দিয়ে বলা হয়েছে, দেশের সর্বত্র বর্ষবরণের শোভাযাত্রার ওপর বোমা হামলা করতে তাদের কর্মীরা তৈরি রয়েছে।

সব হুমকি উপেক্ষা করে শুক্রবার নববর্ষের দিন শোভাযাত্রার তোড়জোড় করছেন চট্টগ্রামের মানুষ। তার অঙ্গ হিসেবে গত তিন দিন ধরে রাস্তার দু’ধারের দেওয়াল রঙিন আলপনায় সাজিয়ে তুলেছিলেন চারুকলা ইনস্টিটিউটের পড়ুয়ারা। রাত ১২টা নাগাদ একদল দুষ্কৃতী মোটর সাইকেল চড়ে গালাগাল ও হল্লা করতে করতে চলে যায়। তার পর দেখা যায় আলপনাগুলিকে পোড়া তেল ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে।

Advertisement

এই দুষ্কর্মের প্রতিবাদে সকাল থেকেই সরব হয় চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠনগুলি। চারুকলা ইনস্টিটিউটের পড়ুয়া ও অধ্যাপকেরাও ক্ষোভে ফেটে পড়েন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি-র ফুটেজ দেখে তারা দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement