bangladesh

বেনাপোল বন্দরে আগুন, ক্ষতি ৫০ কোটি টাকা

বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরের একটি গুদামে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালের এই দুর্ঘটনার প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আবদুল জলিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ২২:৪২
Share:

প্রতীকী চিত্র।

বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরের একটি গুদামে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালের এই দুর্ঘটনার প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আবদুল জলিল।

Advertisement

গুদামের ২৩ নম্বর শেডে প্রথম আগুন লাগে। রবিবার সকাল সওয়া ৮টা থেকে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বন্দর সূত্রে জানা গিয়েছে, যে গুদামে আগুন লেগেছে সেখানে কাগজ, প্লাস্টিক, মোটরপার্টস, টেক্সটাইল কেমিক্যাল, ওজোন যন্ত্র ও তুলা ছিল।

Advertisement

দুর্ঘটনার তদন্তে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দরের সহকারী পরিচালক আবদুল জলিলকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্য দিকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের আর একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সহকারী পরিচালক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন্দর ফায়ার সার্ভিসের লোকবল ও সরঞ্জাম সংকটের কারণে আগুন তাৎক্ষণিক ভাবে নেভানো যায়নি। যে কারণে আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। এই স্থলবন্দরে এর আগেও কয়েক বার আগুন লেগেছিল।

আরও পড়ুন: ১২ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ বাংলাদেশে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement