International News

বাংলাদেশে বৃষ্টি চলবে, পাহাড়ি এলাকায় ধসের সতর্কতা

আগামী দুই দিন দেশব্যাপী বৃষ্টিপাত হবে। ৭২ ঘণ্টা পর আবহাওয়ার উন্নতি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দফতরের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৭ ১৪:১৭
Share:

বাংলাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ছবি: সংগৃহীত

সর্বত্র একনাগাড়ে না হলেও, ঢাকা-সহ সারা বাংলাদেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হাল্কা আবার কোথাও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। ঢাকার আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বাংলাদেশে আগামী দু’দিন এ ভাবেই বৃষ্টি হতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে কোথাও কোথাও ভারী- অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ মহঃ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দেশের আকাশে মৌসুমী বায়ু সক্রিয়। আগামী দুই দিন দেশব্যাপী থেমে থেমে বৃষ্টিপাত হবে। ৭২ ঘণ্টা পর আবহাওয়ার উন্নতি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।’

Advertisement

আরও পড়ুন, উদ্ধারে ইতি, মৃত ১৫৬ বাংলাদেশে

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময় বাংলাদেশের সবচেয়ে বেশি, ১১১ মিলিমিটার, বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন