Bangladesh New

বাংলাদেশের পোশাক কারখানায় ‘ভূত’, শতাধিক মহিলা শ্রমিক অজ্ঞান

বাংলাদেশের সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ‘ভূত আতঙ্ক’-এ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ২১:২৫
Share:

বাংলাদেশের সাভারের একটি তৈরি পোশাক কারখানায় ‘ভূত আতঙ্ক’-এ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক শ্রমিক। শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি পোশাক তৈরির কারখানায় এই ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরের খাওয়ার সময় ছয়তলার ওই কারখানার উপরের তিনটি তলায় কর্মরত মহিলাকর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেকেই আহত হন। আতঙ্কে মহিলা শ্রমিকেরা সংজ্ঞাহীন হয়ে পড়লে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার একটি হাসপাতালে ভর্তি করেন কারখানা কর্তৃপক্ষ।

দেখুন ভিডিও

Advertisement

শ্রমিকরা জানান, পোশাক তৈরির ওই কারখানায় অন্তত ছয় হাজার শ্রমিক কাজ করেন। দুপুরে খাওয়ার পর কয়েক জন মহিলা শ্রমিক ভবনের পাঁচ তলার শৌচাগারে গিয়ে ‘ভূত দেখে’ জ্ঞান হারান। বিষয়টি দেখতে আরও কয়েক জন এগিয়ে গেলে তাঁরাও চিৎকার করতে করতে ফিরে এসে সংজ্ঞা হারান। এ খবরে পুরো কারখানায় ‘ভূত আতঙ্ক’ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: চট্টগ্রামে সার কারখানায় গ্যাস লিক, শিশু-সহ অসুস্থ কমপক্ষে ৫০

প্রত্যক্ষদর্শী ওই পোশাক কারখানার এক শ্রমিক জানান, ছ’তলা ওই কারখানার প্রতিটি তলে ‘ভূত আতঙ্কে’ শতাধিক মহিলা শ্রমিক সংজ্ঞাহীন হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেন।

ওই কারখানাটির এক কর্তা বলেন, দুপুরের পরে ভূতের গুজবে হঠাৎই শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। আসল ব্যাপারটি কী বা কারা এই গুজব ছড়িয়েছে সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। ওই কর্তা জলে বিষক্রিয়া বা অন্যান্য কারণেও ঘটনাটি ঘটতে পারে বলে দাবি করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন