এরা কেমন মুসলমান? গর্জে উঠলেন হাসিনা

‘‘যে ভাবে মানুষ খুন করা হয়েছে, তা দেখা যায় না! কী নৃশংস ওরা! ওরা কেমন মুসলমান?’’ জঙ্গি হামলার ঘটনার পর এই ভাবেই তাঁর প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১৬:৫৫
Share:

‘‘যে ভাবে মানুষ খুন করা হয়েছে, তা দেখা যায় না! কী নৃশংস ওরা! ওরা কেমন মুসলমান?’’

Advertisement

জঙ্গি হামলার ঘটনার পর এই ভাবেই গর্জে উঠলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর কথায়, ‘‘দেখে মনে হচ্ছে, যেন জিঘাংসা চরিতার্থ করেছে ওরা। আমি ভাবতেও পারি না, এ ভাবে মানুষকে খুন করা যায়!’’

Advertisement

রীতমতো বিস্ময় প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘রমজান মাসে এক জন মুসলিম হয়ে কী ভাবে এমন কাজ করতে পারে, আমি জানি না! এই সময় তো এক জন মুসলিম নামাজ পড়বেন। এশার আজান হয়েছে। এখন তো মুসলিমরা নামাজ পড়তে যাবেন। সেই আজানকে উপেক্ষা করে কী ভাবে এক জন মুসলিম মানুষ খুন করতে পারে, তা আমার বোধগম্য হচ্ছে না।’’

পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘‘ইসলাম শান্তির ধর্ম। অভিভাবকদের প্রতি আমার আহ্বান আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা দিন। তাঁরা যাতে বিপথে না যায়, সে দিকে নজর রাখুন। আর বিপথগামীদের কাছে আহ্বান, আপনারা সঠিক পথে ফিরে আসুন। ইসলাম ধর্মের মর্যাদা রক্ষা করুন।’’ হাসিনা আরও বলেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সরকার দায়বদ্ধ। স্বাধীনতা রক্ষাই মূল ধর্ম। সন্ত্রাসবাদকে মাথা চাড়া দিতে দেব না আমরা। যে সব কোমলমতি যুবক বিপথে চালিত হয়ে মানুষকে হত্যা করছে তা নিন্দনীয়। মানুষকে হত্যা করে কী করতে চান? সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই।’’

আরও পড়ুন- ভারতীয় তরুণী-সহ ২০ জন বিদেশিকে খুন, অধিকাংশকেই কুপিয়ে!

মধ্য এশিয়ার অর্থই অনর্থ ঘটাচ্ছে বাংলাদেশে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement