Programme

‘গান ভালবেসে গান’, দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ‘উৎকর্ষ’

অর্ঘ্যকমল অফিসিয়ালের উদ্যোগে ও রামরাজা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ‘উৎকর্ষ’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:০১
Share:

‘উৎকর্ষ’-এর মঞ্চের একটি মুহূর্ত। — নিজস্ব চিত্র।

সম্প্রতি হাওড়ার রামরাজাতলায় অনুষ্ঠিত হয়ে গেল ‘উৎকর্ষ’। যার মূলমন্ত্র ‘দ্য লাইট অব দ্য বিগিনিংস’।

Advertisement

অর্ঘ্যকমল অফিসিয়ালের উদ্যোগে ও রামরাজা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ‘উৎকর্ষ’ এ বারে দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানের সূচনা হয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ ও দাসনগর ট্র্যাফিক পুলিশের ওসি।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নতুন শিল্পীর নতুন গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ ‘সূচনার আলো’। উদ্যোক্তা অর্ঘ্য পেশায় রেডিয়ো উপস্থাপক। তিনিই ছিলেন এ দিনের অনুষ্ঠানের সঞ্চালক। সঙ্গীতশিল্পী রাজশ্রী, কৌলিক, সায়ক, ধানসিড়ি, অর্ক ও অর্ঘ্য তিনটি করে নতুন গান পরিবেশন করেন।

Advertisement

অনুষ্ঠানের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র।

আয়োজকদের মতে, ‘উৎকর্ষ’-এর মঞ্চ মানেই শিল্পের সঙ্গে বিনোদনকে উদ্‌যাপন করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement