রোহিঙ্গাদের ফেরাতে যৌথ কমিটি

বৈঠকে মায়ানমারের বিদেশসচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। ওয়ার্কিং কমিটি গঠনের শেষে বাংলাদেশের বিদেশমন্ত্রী মাহমুদ আলি বলেন, ‘‘আশা করছি, খুব দ্রুত রোহিঙ্গাদের ফেরানো শুরু হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০২:১৪
Share:

ছবি: রয়টার্স।

ঘরছাড়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অবশেষে গঠিত হল যৌথ ওয়ার্কিং কমিটি। আজ ঢাকায় এই কমিটি গঠন করা হয়। দু’দেশের ১৫ জন করে সদস্য নিয়ে মোট ৩০ এই কমিটিতে কাজ করবেন। ২৫ অগস্ট মায়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ লক্ষেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
তা ছাড়া আরও চার লক্ষ রোহিঙ্গা কয়েক দশক ধরে নানা নিপীড়নের জেরে মায়ানমার থেকে চলে এসে বাংলাদেশেই বসবাস করছেন।

Advertisement

বৈঠকে মায়ানমারের বিদেশসচিব মিন্ট থোয়ের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। ওয়ার্কিং কমিটি গঠনের শেষে বাংলাদেশের বিদেশমন্ত্রী মাহমুদ আলি বলেন, ‘‘আশা করছি, খুব দ্রুত রোহিঙ্গাদের ফেরানো শুরু হবে।’’ তবে কবে, তা এখনই বলা সম্ভব নয় বলে জানান মন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব কোফি আন্নানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ সামনে রেখেই এগোতে রাজি হয়েছে বাংলাদেশ ও মায়ানমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন