Amitabh Bachchan

এসআইআর ফর্মে অমিতাভকে নিয়ে গোলমাল! মুম্বইয়ের বাসিন্দা হয়ে কোথাকার ভোটার তিনি?

মুম্বইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। কিন্তু এসআইআর-এর সময় দেখা গেল অন্য এক রাজ্যের ভোটার তিনি? ঠিক কী ঘটেছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১৪
Share:

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত।

বিভিন্ন রাজ্যে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। এই কাজ করতে গিয়েই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। অমিতাভ বচ্চন নাকি ঝাঁসীর ভোটার! তাঁর বাবার নামও রয়েছে ভোটার তালিকায়। অথচ প্রতি বার মুম্বইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় অভিনেতাকে।

Advertisement

এসআইআর করতে গিয়ে দেখা গিয়েছে ২০০৩ সালের ভোটার তালিকায় রয়েছে অমিতাভের নাম। সেই সঙ্গে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে তালিকায়। তালিকা অনুযায়ী, তাঁরা নাকি ঝাঁসীর ওর্চা গেট সংলগ্ন এলাকার বাসিন্দা। বাড়ির নম্বর ৫৪। যদিও স্থানীয় বাসিন্দাদের মতে, তাঁরা কখনও ওই এলাকায় দেখেননি বিগ বি-কে। অমিতাভকে তাঁরা যতটা দেখেছেন, সবটাই টিভির পর্দায়, নয়তো প্রেক্ষাগৃহে।

এখানেই শেষ নয়। ভোটার তালিকায় ওই ৫৪ নম্বর বাড়িতে আরও এক পিতা-পুত্রের নামও রয়েছে বলে খবর। অথচ ওই উল্লিখিত ঠিকানায় এই মুহূর্তে কোনও বাড়ি নেই। বরং সেখানে রয়েছে একটি মন্দির। এমন অবস্থায় স্থানীয় বাসিন্দাদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানের জেলা প্রশাসনিক ভবন থেকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement