সাতসকালেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মৃদু ভূমিকম্পের কেঁপে উঠল বাংলাদেশের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার সকাল সাড়ে ৬টায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ১৫:৫৮
Share:

মৃদু ভূমিকম্পের কেঁপে উঠল বাংলাদেশের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকা। সোমবার সকাল সাড়ে ৬টায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭। ইউএসজিএস সূত্রে খবর, কম্পনের কেন্দ্রস্থল ছিল খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ঘুম থেকে উঠতেই হালকা একটা দুলুনি অনুভব করেন। প্রথমটায় বুঝতে পারেননি ভূমিকম্প হচ্ছে। আশপাশের লোকজন যখন ভয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করেন, তখন বুঝতে পারি বিষয়টা। এ দিন ভূমিকম্পের ফলে কজনের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে।

তবে সে দেশের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এটা একটা মৃদু মাত্রার ভূমিকম্প ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement