FIFA World Cup 2026 Schedule

বিশ্বকাপ ফুটবলের সূচি ঘোষিত, কোয়ার্টার ফাইনালেই মেসি বনাম রোনাল্ডো লড়াইয়ের সম্ভাবনা, আনন্দবাজার ডট কমে সম্পূর্ণ নির্ঘণ্ট

প্রকাশিত হল বিশ্বকাপের সূচি। কোন দেশ কাদের বিরুদ্ধে কবে, কোন স্টেডিয়াম, কখন খেলবে তা জানিয়ে দিল ফিফা। কোয়ার্টারে মুখোমুখি হতে পারে পর্তুগাল এবং আর্জেন্টিনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৯
Share:

লিয়োনেল মেসি (বাঁ দিকে) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

শুক্রবার বিশ্বকাপের গ্রুপবিন্যাস হয়েছিল। আর শনিবার হয়ে গেল সূচি। কোন দল কাদের বিরুদ্ধে, কখন, কোন মাঠে খেলবে তা ঠিক হয়ে গেল। দেখা যাচ্ছে, কোয়ার্টার ফাইনালে জমাটি লড়াই হতে পারে। মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা এবং পর্তুগাল। অর্থাৎ লিয়োনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে খেলবে, যা অতীতে কোনও দিন হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারে ব্রাজ়িল। তবে সব ক্ষেত্রেই দলগুলিকে গ্রুপের শীর্ষে শেষ করার পাশাপাশি রাউন্ড অফ ৩২ এবং প্রি-কোয়ার্টার ফাইনাল জিততে হবে। ৪৮টি দেশ হওয়ার কারণে এ বার বাড়তি একটি রাউন্ড খেলতে হবে দেশগুলিকে।

Advertisement

কেমন হল বিশ্বকাপের সূচি?

গ্রুপ এ

মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, প্লেঅফ দল

Advertisement

১২ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো সিটি, রাত ১২:৩০

১২ জুন দক্ষিণ কোরিয়া-প্লেঅফ দল, জ়াপোপান, সকাল ৭:৩০

১৮ জুন প্লেঅফ দল-দক্ষিণ আফ্রিকা, আটলান্টা, রাত ৯:৩০

১৯ জুন মেক্সিকো-দক্ষিণ কোরিয়া, জ়াপোপান, ভোর ৬:৩০

২৫ জুন প্লেঅফ দল-মেক্সিকো, মেক্সিকো সিটি, ভোর ৬:৩০

২৫ জুন দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া, গুয়াদালুপে, ভোর ৬:৩০

গ্রুপ বি

কানাডা, প্লেঅফ দল, কাতার, সুইৎজারল্যান্ড

১৩ জুন কানাডা-প্লেঅফ দল, টরন্টো, রাত ১২:৩০

১৪ জুন কাতার-সুইৎজারল্যান্ড, সান্টা ক্লারা, রাত ১২:৩০

১৯ জুন সুইৎজারল্যান্ড-প্লেঅফ দল, ইঙ্গলউড, রাত ১২:৩০

১৯ জুন কানাডা-কাতার, ভ্যাঙ্কুভার, ভোর ৩:৩০

২৫ জুন সুইৎজারল্যান্ড-কানাডা, ভ্যাঙ্কুভার, রাত ১২:৩০

২৫ জুন প্লেঅফ দল-কাতার, সিয়াটেল, রাত ১২:৩০

গ্রুপ সি

ব্রাজ়িল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

১৪ জুন ব্রাজ়িল-মরক্কো, নিউ ইয়র্ক, ভোর ৩:৩০

১৪ জুন হাইতি-স্কটল্যান্ড, বস্টন, ভোর ৬:৩০

২০ জুন স্কটল্যান্ড-মরক্কো, বস্টন, ভোর ৩:৩০

২০ জুন ব্রাজ়িল-হাইতি, ফিলাডেলফিয়া, ভোর ৬:৩০

২৫ জুন স্কটল্যান্ড-ব্রাজ়িল, মায়ামি, ভোর ৩:৩০

২৫ জুন মরক্কো-হাইতি, আটলান্টা, ভোর ৩:৩০

গ্রুপ ডি

আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লেঅফ দল

১৩ জুন আমেরিকা-প্যারাগুয়ে, ইঙ্গলউড, ভোর ৬:৩০

১৩ জুন অস্ট্রেলিয়া-প্লেঅফ দল, ভ্যাঙ্কুভার, সকাল ৯:৩০

২০ জুন প্লেঅফ দল-প্যারাগুয়ে, সান্টা ক্লারা, সকাল ৯:৩০

২০ জুন আমেরিকা-অস্ট্রেলিয়া, সিয়াটেল, রাত ১২:৩০

২৬ জুন প্লেঅফ দল-আমেরিকা, ইঙ্গলউড, সকাল ৭:৩০

২৬ জুন প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া, সান্টা ক্লারা, সকাল ৭:৩০

গ্রুপ ই

জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

১৪ জুন জার্মানি-কুরাসাও, হিউস্টন, রাত ১০:৩০

১৫ জুন আইভরি কোস্ট-ইকুয়েডর, ফিলাডেলফিয়া, ভোর ৪:৩০

২১ জুন জার্মানি-আইভরি কোস্ট, টরন্টো, রাত ১:৩০

২১ জুন ইকুয়েডর-কুরাসাও, কানসাস সিটি, ভোর ৫:৩০

২৬ জুন ইকুয়েডর-জার্মানি, নিউ ইয়র্ক, রাত ১:৩০

২৬ জুন কুরাসাও-আইভরি কোস্ট, ফিলাডেলফিয়া, রাত ১:৩০

গ্রুপ এফ

নেদারল্যান্ডস, জাপান, প্লেঅফ দল, টিউনিশিয়া

১৫ জুন নেদারল্যান্ডস-জাপান, ডালাস, রাত ১:৩০

১৫ জুন প্লেঅফ দল-টিউনিশিয়া, মন্টেরি, সকাল ৭:৩০

২০ জুন নেদারল্যান্ডস-প্লেঅফ দল, হিউস্টন, রাত ১০:৩০

২১ জুন টিউনিশিয়া-জাপান, মন্টেরি, সকাল ৯:৩০

২৬ জুন টিউনিশিয়া-নেদারল্যান্ডস, কানসাস সিটি, ভোর ৪:৩০

২৬ জুন জাপান-প্লেঅফ দল, ডালাস, ভোর ৪:৩০

গ্রুপ জি

বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জ়িল্যান্ড

১৬ জুন বেলজিয়াম-মিশর, সিয়াটেল, রাত ১২:৩০

১৬ জুন ইরান-নিউ জ়িল্যান্ড, লস অ্যাঞ্জেলস, ভোর ৬:৩০

২২ জুন বেলজিয়াম-ইরান, লস অ্যাঞ্জেলস, রাত ১২:৩০

২২ জুন নিউ জ়িল্যান্ড-মিশর, ভ্যাঙ্কুভার, ভোর ৬:৩০

২৭ জুন নিউ জ়িল্যান্ড-বেলজিয়াম, ভ্যাঙ্কুভার, সকাল ৮:৩০

২৭ জুন মিশর-ইরান, সিয়াটেল, সকাল ৮:৩০

গ্রুপ এইচ

স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

১৬ জুন সৌদি আরব-উরুগুয়ে, মায়ামি, ভোর ৩:৩০

১৫ জুন স্পেন-কেপ ভার্দে, আটলান্টা, রাত ৯:৩০

২১ জুন স্পেন-সৌদি আরব, আটলান্টা, রাত ৯:৩০

২২ জুন উরুগুয়ে-কেপ ভার্দে, মায়ামি, ভোর ৩:৩০

২৭ জুন উরুগুয়ে-স্পেন, গুয়াদালাজারা, ভোর ৫:৩০

২৭ জুন কেপ ভার্দে-সৌদি আরব, হিউস্টন, ভোর ৫:৩০

গ্রুপ আই

ফ্রান্স, সেনেগাল, প্লেঅফ দল, নরওয়ে

১৭ জুন ফ্রান্স-সেনেগাল, নিউ ইয়র্ক, রাত ১২:৩০

১৭ জুন প্লেঅফ দল-নরওয়ে, বস্টন, ভোর ৩:৩০

২৩ জুন ফ্রান্স-প্লেঅফ দল, ফিলাডেলফিয়া, রাত ২:৩০

২৩ জুন নরওয়ে-সেনেগাল, নিউ ইয়র্ক, ভোর ৫:৩০

২৭ জুন নরওয়ে-ফ্রান্স, বস্টন, রাত ১২:৩০

২৭ জুন সেনেগাল-প্লেঅফ দল, টরন্টো, রাত ১২:৩০

গ্রুপ জে

আর্জেন্টিনা, আলজিরিয়া, অস্ট্রিয়া, জর্ডন

১৭ জুন আর্জেন্টিনা-আলজেরিয়া, কানসাস সিটি, ভোর ৬:৩০

১৭ জুন অস্ট্রিয়া-জর্ডন, সান ফ্রান্সিসকো, সকাল ৯:৩০

২২ জুন আর্জেন্টিনা-অস্ট্রিয়া, ডালাস, রাত ১০:৩০

২৩ জুন জর্ডন-আলজেরিয়া, সান ফ্রান্সিসকো, সকাল ৮:৩০

২৮ জুন জর্ডন-আর্জেন্টিনা, ডালাস, সকাল ৭:৩০

২৮ জুন আলজেরিয়া-অস্ট্রিয়া, কানসাস সিটি, সকাল ৭:৩০

গ্রুপ কে

পর্তুগাল, প্লেঅফ দল, উজবেকিস্তান, কলম্বিয়া

১৭ জুন পর্তুগাল-প্লেঅফ দল, হিউস্টন, রাত ১০:৩০

১৮ জুন উজবেকিস্তান-কলম্বিয়া, মেক্সিকো সিটি, সকাল ৭:৩০

২৩ জুন পর্তুগাল-উজবেকিস্তান, হিউস্টন, রাত ১০:৩০

২৪ জুন কলম্বিয়া-প্লেঅফ দল, গুয়াদালাজারা, সকাল ৭:৩০

২৮ জুন কলম্বিয়া-পর্তুগাল, মায়ামি, ভোর ৫:০০

২৮ জুন প্লেঅফ দল-উজবেকিস্তান, আটলান্টা, ভোর ৫:০০

গ্রুপ এল

ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

১৮ জুন ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, ডালাস, রাত ১:৩০

১৮ জুন ঘানা-পানামা, টরন্টো, ভোর ৪:৩০

২৪ জুন ইংল্যান্ড-ঘানা, বস্টন, রাত ১:৩০

২৪ জুন পানামা-ক্রোয়েশিয়া, টরন্টো, ভোর ৪:৩০

২৮ জুন পানামা-ইংল্যান্ড, নিউ ইয়র্ক, রাত ২:৩০

২৮ জুন ক্রোয়েশিয়া-ঘানা, ফিলাডেলফিয়া, রাত ২:৩০

নক-আউট পর্ব

প্রথম রাউন্ড

২৯ জুন গ্রুপ এ রানার্স-গ্রুপ বি রানার্স, ইঙ্গলউড, রাত ১২:৩০

৩০ জুন গ্রুপ ই চ্যাম্পিয়ন-গ্রুপ এ/বি/সি/ডি/এফ তৃতীয়, ফক্সবরো, রাত ২:০০

৩০ জুন গ্রুপ এফ চ্যাম্পিয়ন-গ্রুপ সি রানার্স, গুয়াদালুপে, ভোর ৬:৩০

২৯ জুন গ্রুপ সি চ্যাম্পিয়ন-গ্রুপ এফ রানার্স, হিউস্টন, রাত ১০:৩০

১ জুলাই গ্রুপ আই চ্যাম্পিয়ন-গ্রুপ সি/ডি/এফ/জি/এইচ তৃতীয়, ইস্ট রাদারফোর্ড, রাত ২:৩০

৩০ জুন গ্রুপ ই রানার্স-গ্রুপ আই রানার্স, আরলিংটন, রাত ১০:৩০

১ জুলাই গ্রুপ এ চ্যাম্পিয়ন-গ্রুপ সি/ই/এফ/এইচ/আই তৃতীয়, মেক্সিকো সিটি, ভোর ৬:৩০

১ জুলাই গ্রুপ এল চ্যাম্পিয়ন-গ্রুপ ই/এইচ/আই/জে/কে তৃতীয়, আটলান্টা, রাত ৯:৩০

২ জুলাই গ্রুপ ডি চ্যাম্পিয়ন-গ্রুপ বি/ই/এফ/আই/জে তৃতীয়, সান্টা ক্লারা, ভোর ৫:৩০

২ জুলাই গ্রুপ জি চ্যাম্পিয়ন-গ্রুপ এ/ই/এইচ/আই/জে তৃতীয়, সিয়াটেল, রাত ১:৩০

৩ জুলাই গ্রুপ কে রানার্স-গ্রুপ এল রানার্স, টরন্টো, ভোর ৪:৩০

৩ জুলাই গ্রুপ এইচ চ্যাম্পিয়ন-গ্রুপ জে রানার্স, ইঙ্গলউড, রাত ১২:৩০

৩ জুলাই গ্রুপ বি চ্যাম্পিয়ন-গ্রুপ ই/এফ/জি/আই/জে তৃতীয়, ভ্যাঙ্কুভার, সকাল ৮:৩০

৪ জুলাই গ্রুপ জে চ্যাম্পিয়ন-গ্রুপ এইচ রানার্স, মায়ামি, ভোর ৩:৩০

৪ জুলাই গ্রুপ কে চ্যাম্পিয়ন-গ্রুপ ডি/ই/আই/জে/এল তৃতীয়, কানসাস সিটি, সকাল ৭:০০

৩ জুলাই গ্রুপ ডি রানার্স-গ্রুপ জি রানার্স, আরলিংটন, রাত ১১:৩০

প্রি-কোয়ার্টার ফাইনাল

৫ জুলাই দ্বিতীয়* জয়ী-পঞ্চম জয়ী, ফিলাডেলফিয়া, রাত ২:৩০

৪ জুলাই প্রথম জয়ী-তৃতীয় জয়ী, হিউস্টন, রাত ১০:৩০

৬ জুলাই চতুর্থ জয়ী-ষষ্ঠ জয়ী, ইস্ট রাদারফোর্ড, রাত ১:৩০

৬ জুলাই সপ্তম জয়ী-অষ্টম জয়ী, মেক্সিকো সিটি, ভোর ৫:৩০

৭ জুলাই একাদশ জয়ী-দ্বাদশ জয়ী, আরলিংটন, রাত ১২:৩০

৭ জুলাই নবম জয়ী-দশম জয়ী, সিয়াটেল, ভোর ৫:৩০

৭ জুলাই চতুর্দশ জয়ী-ষোড়শ জয়ী, আটলান্টা, রাত ৯:৩০

৮ জুলাই ত্রয়োদশ জয়ী-পঞ্চদশ জয়ী, ভ্যাঙ্কুভার, রাত ১:৩০

* নক-আউট পর্বের প্রথম রাউন্ডের ম্যাচের ক্রম অনুযায়ী

কোয়ার্টার ফাইনাল

১০ জুলাই প্রথম প্রি-কোয়ার্টার জয়ী-দ্বিতীয় প্রি-কোয়ার্টার জয়ী, ফক্সবরো, রাত ১:৩০

১১ জুলাই পঞ্চম প্রি-কোয়ার্টার জয়ী-ষষ্ঠ প্রি-কোয়ার্টার জয়ী, ইঙ্গলউড, রাত ১২:৩০

১২ জুলাই তৃতীয় প্রি-কোয়ার্টার জয়ী-চতুর্থ প্রি-কোয়ার্টার জয়ী, মায়ামি, রাত ২:৩০

১২ জুলাই সপ্তম প্রি-কোয়ার্টার জয়ী-অষ্টম প্রি-কোয়ার্টার জয়ী, কানসাস সিটি, ভোর ৬:৩০

সেমিফাইনাল

১৫ জুলাই প্রথম কোয়ার্টার জয়ী-দ্বিতীয় কোয়ার্টার জয়ী, আরলিংটন, রাত ১২:৩০

১৬ জুলাই তৃতীয় কোয়ার্টার জয়ী-চতুর্থ কোয়ার্টার জয়ী, আটলান্টা, রাত ১২:৩০

তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ

১৯ জুলাই প্রথম সেমিফাইনাল পরাজিত-দ্বিতীয় সেমিফাইনাল পরাজিত, মায়ামি, রাত ২:৩০

ফাইনাল

২০ জুলাই প্রথম সেমিফাইনাল জয়ী-দ্বিতীয় সেমিফাইনাল জয়ী, ইস্ট রাদারফোর্ড, রাত ১২:৩০

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement