Sushma Swaraj

‘পড়শি আগে, কিন্তু বাংলাদেশ সর্বাগ্রে’

দু’দিনের সফরে রবিবার ঢাকা পৌঁছন সুষমা। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘‘পড়শি পহলে, লেকিন বাংলাদেশ সবসে পহলে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ১৬:১৪
Share:

বাংলাদেশের অনুষ্ঠানে সুষমা। ছবি সংগৃহীত।

এমনিতেই ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। সেই তালিকায় যে বাংলাদেশ সবার আগে রয়েছে, সে কথা জানিয়ে দিলেন ঢাকা সফররত ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Advertisement

দু’দিনের সফরে রবিবার ঢাকা পৌঁছন সুষমা। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘‘পড়শি পহলে, লেকিন বাংলাদেশ সবসে পহলে।’’

আরও পড়ুন
শ্লীলতাহানির চেষ্টা, বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ পড়ুয়ার

Advertisement

এ দিন সকালে ঢাকার বারিধারা এলাকায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশমন্ত্রী এএইচ মাহমুদ আলি, স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। আলি সম্পর্কে সুষমা এ দিন বলেন, ‘‘আমরা দু’জন ভাইবোনের সম্পর্ক পাতিয়ে ফেলেছি।’’


ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে সুষমা স্বরাজ। ছবি বিদেশ মন্ত্রকের টুইটার পেজের সৌজন্যে।

ওই অনুষ্ঠানে ভারত সরকারের অর্থ সাহায্যে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ঘোষণা করা হয়। সুষমা বলেন, ‘‘আমাদের তরুণদের ওপর বেশি করে বিনিয়োগ করতে হবে। এতে ভবিষ্যৎ নিরাপদ থাকবে।’’ তিনি আরও বলেন, ‘‘নতুন চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমরা খুশি। আশা করছি, এ বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশি নাগরিককে ভারতীয় ভিসা দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন